Dilip Ghosh: দলে দিলীপ একা নন, এই পরিস্থিতিতেও কে কে দাঁড়ালেন তাঁর পাশে?

Dilip Ghosh: দিলীপ ঘোষ কি একা? নাহ! সংখ্যায় কম হলেও বিজেপির কেউ কেউ দিলীপের পাশে রয়েছেন। বিজেপি বিধায়ক অসীম সরকার, খগেন মুর্মু, ফাল্গুনী পাত্র পাশে দাঁড়িয়েছেন দিলীপের।  

Dilip Ghosh: দলে দিলীপ একা নন, এই পরিস্থিতিতেও কে কে দাঁড়ালেন তাঁর পাশে?
দিলীপ ঘোষের পাশে যে সব বিজেপি নেতারাImage Credit source: TV9 Bangla

| Edited By: Sharath S

May 16, 2025 | 5:00 PM

কলকাতা: দিঘার জগন্নাথ মন্দির দর্শন, দিলীপ ঘোষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতকে ঘিরে বিজেপি অন্দরে কার্যত আগুন! দিলীপের বিরুদ্ধে বিষোদগার দলেরই একের পর এক বিজেপি নেতার। এই পরিস্থিতিতে  দিলীপ ঘোষ কি একা? নাহ! সংখ্যায় কম হলেও বিজেপির কেউ কেউ দিলীপের পাশে রয়েছেন। বিজেপি বিধায়ক অসীম সরকার, খগেন মুর্মু, ফাল্গুনী পাত্র পাশে দাঁড়িয়েছেন দিলীপের।

বিজেপি বিধায়ক অসীম সরকার বলেন, “দিলীপ ঘোষ পরবর্তীতে কী পদক্ষেপ করতেন, তা দেখে মন্তব্য করা উচিত ছিল। দিলীপ ঘোষ ওতো কাচা রাজনীতিবিদ নন। হয়তো বৌদি বলেছিলেন, দিঘাতে এবার আমরা হানিমুনটা করি। দিলীপদা দেখলেন, এক কাজে দুই কাজ হবে, মুখ্যমন্ত্রীও আমাদের নিমন্ত্রণ করেছেন, তাহলে জগন্নাথ প্রভু দর্শনও হবে, হানিমুনও হয়ে যাচ্ছে।”

অন্যদিকে, বিজেপি-র মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্র বলেন, “আমি তো এর মধ্য়ে কোনও অস্বাভাবিকত্ব দেখছি না। দিলীপ দা এমএলএ ছিলেন, এমপি ছিলেন, কেবল রাজ্যের নন, কেন্দ্রের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, সেটা তো স্বাভাবিক।”

বিজেপি সাংসদ  খগেন মুর্মু বলেন, “আমার কিছুই অস্বাভাবিক লাগছে না। আমি সাধুবাদ জানাচ্ছি। মন্দিরে সারা বিশ্ব থেকে মানুষ আসবে। দিঘা গেলে আমিও নিশ্চয়ই যাব মন্দিরে।”

এদিকে, দিলীপের বিরুদ্ধে বিষোদগার করেছেন দলেরই একের পর এক বিজেপি নেতার। বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, দিলীপের কাজ দল অনুমোদন করে না। অন্যদিকে, সৌমিত্র খাঁ বলেন, “একজন ত্যাগী থেকে কীভাবে ভোগী হতে হয়, তার আদর্শ নিদর্শন আপনি দিলীপ বাবু।” মুখ খুলেছেন কৌস্তভ বাগচী, তরুণজ্যোতি তিওয়ারির মতো নেতারা। এদিকে, শুভেন্দু অধিকারী সরাসরি দিলীপ প্রসঙ্গে না বললেও খোঁচা দেন।

যদিও দিলীপের পাশে দাঁড়িয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “সবাই দিলীপবাবুকে ব্যক্তিগত আক্রমণ করছেন। মুখ্যমন্ত্রীর তরফে যে সৌজন্য দেখানো হয়েছে, দিলীপবাবুও সেই সৌজন্য দেখিয়েছেন। তার জন্য বিজেপি অন্দরে লঙ্কাকাণ্ড বেঁধে যাবে, তা কে জানে!”

শুক্রবার মাধ্যমিকের রেজাল্ট। সবার আগে রেজাল্ট জানতে এখনই নথিভুক্ত করে ফেলুন এই ফর্মে-