Dilip Ghosh on Mahakumbha: ‘ভিড়ভাড় হলে আমাদের দেশে ২-৪টে লোক মারা যায়’, মহাকুম্ভের দুর্ঘটনা প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Mahakumbha: মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনায় উত্তর প্রদেশ প্রশাসন ৩০ জনের মৃত্যুর খবর জানিয়েছে। এখনও খোঁজ নেই অনেকের। বাংলার একাধিক বাসিন্দারও খোঁজ চলছে প্রয়াগরাজে।

কলকাতা: মহাকুম্ভে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০ জন পূণ্যার্থীর। অমৃতস্নান করতে গিয়ে মধ্যরাতেই ঘটে যায় বিপত্তি। প্রশ্ন উঠেছে, কোটি কোটি মানুষের উপস্থিতির কথা থাকলেও, প্রশাসন কেন আরও উপযুক্ত ব্যবস্থা নিল না? এ রাজ্যে শাসক দলের নেতারা বারবার গঙ্গাসাগরের সঙ্গে তুলনা করছেন। তাঁদের দাবি, গঙ্গাসাগরে থেকে অনেক বেশি ভাল ব্যবস্থাপনা ছিল। কিন্তু এই তুলনায় ঘোর আপত্তি বিজেপি নেতা দিলীপ ঘোষের।
গঙ্গাসাগরের সঙ্গে মহাকুম্ভের তুলনা প্রসঙ্গে বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বলেন, “গঙ্গাসাগরে আমি নিজে গিয়েছিলাম। বিশ্বাস করুন, ২ লাখের একটাও বেশি লোক হয়নি। আমি তো ওখানে গিয়ে ফুটবল খেলেছি। গঙ্গাসাগরে তো কোনও লোকই নেই। ২ লাখ লোক তো লোকের বিয়েবাড়িতে হয়। আমাদের জনসভাতেও ২ লক্ষ লোক হয়। আর মহাকুম্ভে ২০ কোটি লোক হয়েছিল।”
তবে দিলীপ ঘোষ জানাচ্ছেন, মহাকুম্ভে যথেষ্ট ভাল ব্যবস্থা করা হয়েছিল। ঘটনার আগের দিন পর্যন্ত কারও কোনও অসুবিধা হয়নি বলেও উল্লেখ করেন তিনি। দিলীপ বলেন, “এটা মানুষের বিশ্বাসের ব্যাপার। তাঁরা চেয়েছিলেন ওই সময় গঙ্গাস্নান করতে। অনেকে আগে থেকে বালিতে শুয়ে ছিলেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। তবে আমাদের দেশে ভিড়ভাড় হলে ২-৪টে লোক মারা যায়। এর থেকে আমাদের শেখা উচিত।” তবে ব্যবস্থাপনায় যে ভুল ছিল, সে কথাও এদিন কার্যত স্বীকার করে নিয়েছেন দিলীপ ঘোষ। মহাকুম্ভে মৌনি অমাবস্যার রাতে আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি।





