Dilip Ghosh Marriage: শাশুড়ির সঙ্গে রিঙ্কুর অ্যাডজাস্টমেন্ট কতটা! অকপটেই সবটা জানালেন দিলীপ ঘোষ

Dilip Ghosh Marriage: বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু। দিলীপ ঘোষ জানিয়েছেন, তাঁর আগে থেকেই রিঙ্কু রাজনীতির সঙ্গে যুক্ত। সেই সঙ্গে একটা সময় সংসারও সামলেছেন।

Dilip Ghosh Marriage: শাশুড়ির সঙ্গে রিঙ্কুর অ্যাডজাস্টমেন্ট কতটা! অকপটেই সবটা জানালেন দিলীপ ঘোষ

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 18, 2025 | 5:45 PM

কলকাতা: একসময় সঙ্ঘ প্রচারক ছিলেন। পরে সক্রিয় রাজনীতিকে প্রবেশ। বছর কয়েকের মধ্যেই বাংলার রাজনীতিতে অন্যতম মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন দিলীপ ঘোষ। রাজনৈতিক মহলের একাংশ মনে করে, তাঁর হাত ধরেই বঙ্গ বিজেপির নতুন করে উত্থান হয়েছে রাজ্যে। দলের রাজ্য সভাপতি থেকে সাংসদ হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। আর এবার আরও এক নতুন দায়িত্ব। ষাট বছর পেরিয়ে বৈবাহিক জীবন শুরু করছেন তিনি। তার আগে জানালেন, তাঁর অনুভূতির কথা।

দিলীপ ঘোষ জানিয়েছেন, মা পুষ্পলতার কথাতেই বিয়েতে রাজি হয়েছেন তিনি। শুক্রবার বিয়ের কয়েক ঘণ্টা আগে TV9 বাংলাকে দিলীপ জানালেন, মায়ের কথায় তিনি এই নতুন দায়িত্ব নিচ্ছেন, সেই সঙ্গে রিঙ্কুর উৎসাহের কথাও বলতে ভুললেন না তিনি। জানালেন, রিঙ্কুর সঙ্গে তাঁর মায়ের পরিচিতিও বেশ কিছুদিনের।

বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু। দিলীপ ঘোষ জানিয়েছেন, তাঁর আগে থেকেই রিঙ্কু রাজনীতির সঙ্গে যুক্ত। সেই সঙ্গে একটা সময় সংসারও সামলেছেন। রিঙ্কু বিবাহ-বিচ্ছিন্না। তাই দিলীপ ঘোষ বলেন, “উনি সংসার সামলেছেন। অভিজ্ঞতা আছে। দুজনেরই রাজনৈতিক জীবন থাকবে। তার সঙ্গেই আমরা পারিবারিক জীবন কাটাব।”

এই প্রসঙ্গে দিলীপ বলেন, “আমার মা খুব খুশি। মায়ের কথাতেই বিয়েটা হচ্ছে। উনি গিয়ে রিঙ্কুর বাড়িতে থেকে এসেছেন। আমি না থাকতে আমার মাকে রান্নাবান্না করে খাইয়েছে রিঙ্কু। ফলে অ্যাডজাস্টমেন্ট অনেকটা হয়েই গিয়েছে। বাকিটা ভগবানের ইচ্ছা।”