Dilip Ghosh: মোদীর পর এবার শাহের সভাতেও ডাক পেলেন না দিলীপ, BJP নেতা বললেন…

Dilip Ghosh: প্রাক্তন বিজেপি-র রাজ্য সভাপতি যুক্তি, "এর আগেও আমি সব জায়গায় তো যেতাম না। কোর কমিটির মিটিং হলে ডাকা হয় তখন গিয়েছি। এখন কর্মী বৈঠক ডাকা হয়েছে।"

Dilip Ghosh: মোদীর পর এবার শাহের সভাতেও ডাক পেলেন না দিলীপ, BJP নেতা বললেন...
প্রাতঃভ্রমণে দিলীপ ঘোষ Image Credit source: TV 9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 01, 2025 | 10:00 AM

কলকাতা: ‘আমি সাধারণ কর্মী, প্রধানমন্ত্রীর পাশে নেতারা থাকবেন…’, আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদীর সভায় আমন্ত্রণ না পেয়ে এ কথা বলেছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। আর আজ রবিবার কলকাতায় এসেছেন অমিত শাহ। সভা রয়েছে তাঁর। সেই সভাতেও আমন্ত্রণ পাননি তিনি। এই নিয়েও মুখ খুললেন দিলীপ।

প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ এ দিন বলেন, “কর্মীদের বৈঠক আছে। একটা স্তর নিশ্চিত থাকে। আমি জানি না কাদের ডাকা হয়েছে। আমায় যখন দরকার হবে তখন ডাকা হবে। আমি পার্টির মধ্যে কাজের সঙ্গে আছি।” তবে কি দিলীপের সঙ্গে দলের দূরত্ব সত্যিই বেড়েছে? বিজেপি নেতার দাবি, তিনি কারও সঙ্গে দূরত্ব তৈরি করেননি। এখনও নিজের কাজ করে চলেছেন। দিলীপ ঘোষ বলেন, “আমি কাকর্মীদের সঙ্গে ঘুরি। চা চক্র করি। তিরঙ্গা যাত্রায় হাঁটছি। দল যে কাজ যোগ্য মনে করবে আমার জন্য সেটা দেবে।”

প্রাক্তন বিজেপি-র রাজ্য সভাপতি যুক্তি, “এর আগেও আমি সব জায়গায় তো যেতাম না। কোর কমিটির মিটিং হলে ডাকা হয় তখন গিয়েছি। এখন কর্মী বৈঠক ডাকা হয়েছে।” বিজেপি নেতার সংযোজন, “অনেক দিন ধরে আমার পার্টিতে দায়িত্বে নেই। তবে আমি পার্টিতে সমান সক্রিয় রয়েছি। আমার কাজ সাধারণ কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা। সেইটাই করে চলেছি।”

উল্লেখ্য়, রবিবার রাজারহাটে সিএফএসএলের সরকারি কর্মসূচি রয়েছে অমিত শাহের। জানা গিয়েছে, সকালে ওই সরকারি কর্মসূচি সেরে বাইপাসের ধারে হোটেলে ফিরে আসবেন শাহ। হোটেলে মধ্যাহ্নভোজ সেরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পৌঁছবেন। সেখানে বিজেপি নেতা-কর্মীদের নিয়ে সম্মেলন রয়েছেন। সেই সম্মেলনে বক্তব্য রাখবেন তিনি। সম্মেলনে থাকবেন বিজেপির রাজ্য নেতৃত্ব। থাকবেন জেলা সভাপতি, মণ্ডল সভাপতিরা। থাকার কথা মণ্ডল পদাধিকারী-সহ বিভিন্ন স্তরের নেতৃত্বের। থাকবেন মোর্চাগুলির পদাধিকারীরাও।