AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip-Kunal: সংসদকাণ্ডে তৃণমূলকে বিঁধলেন দিলীপ, পাল্টা একহাত কুণালেরও

BJP-TMC: যদিও দিলীপের পাল্টা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, বিজেপি সাংসদই তো এদের পাস দিয়ে সংসদে ঢুকিয়েছেন। গ্যালারিতে গেলেন কীভাবে তাঁরা প্রশ্ন তোলেন কুণাল। বলেন, "গোটা সিকিউরিটি সিস্টেমটাই তো ফেল করেছে। বিজেপির সাংসদ প্রতাপ সিনহা পাস দিয়েছেন। তাই নিয়ে প্রশ্ন তুললে ডেরেক ও'ব্রায়েনদের সাসপেন্ড করে দেওয়া হয়েছে। সংখ্যাগরিষ্ঠতার জোরে জুলুমবাজি চলছে।"

Dilip-Kunal: সংসদকাণ্ডে তৃণমূলকে বিঁধলেন দিলীপ, পাল্টা একহাত কুণালেরও
কুণাল ঘোষ ও দিলীপ ঘোষ।
| Edited By: | Updated on: Dec 16, 2023 | 5:17 PM
Share

কলকাতা: সংসদে তাণ্ডবকাণ্ডে ইতিমধ্যেই বাংলাযোগ উঠে এসেছে। মূল অভিযুক্ত ললিত ঝা থেকে নীলাক্ষ আইচ কিংবা সায়ন পাল, বহু নাম উঠে আসছে ঘুরপথে। এই ঘটনায় এবার রাজ্য সরকারকে খোঁচা বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। তিনি বলেন, বাংলা থেকে উৎসাহ নিয়ে দেশে সন্ত্রাসবাদী কাজ চলছে।

দিলীপ ঘোষ বলেন, “পশ্চিমবাংলায় বোমা বন্দুক, সন্ত্রাসী কার্যকলাপ চলছে। আর এখান থেকে উৎসাহ নিয়ে সারা ভারতবর্ষে এটা ছড়িয়ে পড়ছে। এক সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীও বলেছেন পশ্চিমবাংলা থেকে নাকি প্রশিক্ষণ নিয়ে গিয়ে বাংলাদেশেও উৎপাত করছে। বারবার কেন পশ্চিমবাংলার দিকে আঙুল ওঠে। মুখ্যমন্ত্রী অনেক কথাই বলেন, অথচ বাংলার আইনশৃঙ্খলা ঠিক করতে পারেন না। আততায়ীরা লুকিয়ে থাকে, অথচ তাদের সম্পর্কে কোনও তথ্য থাকে না। কথায় কথায় অন্যের দিকে আঙুল তোলে। অথচ নিজেদের দায়িত্ব পালন করতে পারে না এই সরকার।”

যদিও দিলীপের পাল্টা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, বিজেপি সাংসদই তো এদের পাস দিয়ে সংসদে ঢুকিয়েছেন। গ্যালারিতে গেলেন কীভাবে তাঁরা প্রশ্ন তোলেন কুণাল। বলেন, “গোটা সিকিউরিটি সিস্টেমটাই তো ফেল করেছে। বিজেপির সাংসদ প্রতাপ সিনহা পাস দিয়েছেন। তাই নিয়ে প্রশ্ন তুললে ডেরেক ও’ব্রায়েনদের সাসপেন্ড করে দেওয়া হয়েছে। সংখ্যাগরিষ্ঠতার জোরে জুলুমবাজি চলছে।”