Dilip Ghosh: শমীক সভাপতি হতেই প্রধানমন্ত্রীর সভায় ডাক পড়ল দিলীপের!

Dilip Ghosh: দিল্লি সফরে গিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষের মুখে শোনা গিয়েছিল আক্ষেপ, তিনি দলীয় কর্মসূচিতে চেয়ারই পাননি। রাজ্য বিজেপির বৈঠক হচ্ছে, আর প্রাক্তন সভাপতি নাকি সামান্য একটা চেয়ারও পাচ্ছেন না! সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেওয়ার ফাঁকে মাঝেই মুখ ফসকে বেরিয়ে যাওয়া একটা কথায় গত কয়েকদিন ধরে তোলপাড় হয়েছে বঙ্গ রাজনীতি।

Dilip Ghosh: শমীক সভাপতি হতেই প্রধানমন্ত্রীর সভায় ডাক পড়ল দিলীপের!
দিলীপ ঘোষImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 14, 2025 | 1:18 PM

কলকাতা: ১৮ জুলাই, প্রধানমন্ত্রীর সভায় বিজেপি নেতা দিলীপ ঘোষকে আমন্ত্রণ। ১৮ জুলাই দুর্গাপুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভাতে আমন্ত্রিত রয়েছেন দিলীপ। উল্লেখ্য, এর আগে আলিপুরদুয়ারের সভায় ডাক পাননি দিলীপ ঘোষ। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভাতেও দিলীপ ছিলেন না। বিজেপির রাজ্য সভাপতির পদে দায়িত্ব নেওয়ার পরই স্পষ্ট করে দিয়েছিলেন, পুরনো ও নতুনদের একসঙ্গে নিয়ে চলবেন তিনি। আর শমীক দায়িত্ব নেওয়ার পরই প্রধানমন্ত্রীর সভায় ডাক পেলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, দিলীপ অবশ্যই সেই সভাতে যোগ দেবেন।

দিল্লি সফরে গিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষের মুখে শোনা গিয়েছিল আক্ষেপ, তিনি দলীয় কর্মসূচিতে চেয়ারই পাননি। রাজ্য বিজেপির বৈঠক হচ্ছে, আর প্রাক্তন সভাপতি নাকি সামান্য একটা চেয়ারও পাচ্ছেন না! সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেওয়ার ফাঁকে মাঝেই মুখ ফসকে বেরিয়ে যাওয়া একটা কথায় গত কয়েকদিন ধরে তোলপাড় হয়েছে বঙ্গ রাজনীতি। কবে তিনি দলীয় কর্মসূচিতে চেয়ার পাননি? আর সেটা কার আমলে? রাজনৈতিক মহলে জল্পনা উঠতে শুরু করে, সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি থাকাকালীন কি কোনও কর্মসূচিতে গিয়ে চেয়ার পাননি দিলীপ ঘোষ?

এসব জল্পনার মাঝেই বিজেপি সদ্য নির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য নতুন-পুরনোকে চলার বার্তা নিয়ে সমস্ত বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করছেন। সূত্রের খবর, অত্যন্ত সচেতনভাবে সাবধানী পদক্ষেপ করছেন শমীক। যাতে কোনওভাবেই দলের পুরনো নেতাদের মনক্ষুন্ন না হয়। আর যেন এহেন আক্ষেপ বা অনুযোগ না শোনা যায় কারও মুখে।

রাজ‍্য বিজেপির নতুন সভাপতি শমীক বৃহস্পতিবার সকালে যান স্বরাষ্ট্র মন্ত্রক সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকে যোগ দিতে। যান দিলীপও। সেখানে অবশ্য তাঁরা মুখোমুখি হননি বলেই সূত্রের খবর। কিন্তু ফিরে এসে উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি নিয়েছেন শমীক। আর সেক্ষেত্রে দিলীপের অগ্রণী ভূমিকা থাকবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।