নিজস্ব প্রতিবেদন: “যাঁরা ৫০০ টাকার জন্য প্রলুব্ধ হয়েছিলেন, যাঁদেরকে দুয়ারে রেশন কিংবা অন্য কোনও ভাতার প্রলোভন দেখানো হয়েছিল, সেই অতি সাধারণ মানুষগুলোই আজকে সবচেয়ে বেশি আক্রান্ত।” নিউটাউনে প্রাতঃভ্রমণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বলাইবাহুল্য শাহি সফরের আগে চাঙ্গা বঙ্গ বিজেপি। ‘ভোট হিংসার বর্ষপূর্তি’ শীর্ষক কটাক্ষ পোস্টারে ছয়লাপ শহর কলকাতা। বিজেপির কটাক্ষ, রাজনৈতিক ইতিহাসে কলঙ্কের এক বছর পূরণ হল। কাশীপুরে শহিদ তর্পণের পর এমনই তোপ দাগেন দিলীপ ঘোষ। (উল্লেখ্য নিউটাউনে প্রাতঃভ্রমণের পর কাশীপুর সর্বমঙ্গলা ঘাটে তর্পণ করেন দিলীপ। সঙ্গে ছিলেন কল্যাণ চৌবে।)
তিন দফায় তৃণমূল সরকারের বর্ষপূর্তি হয়েছে। শাসকশিবিরকে কোণঠাসা করতে তেড়েফুড়ে উঠেছে বঙ্গ বিজেপি। আজ, সোমবার মহানগরে গণতন্ত্রের ডাক দিয়ে মহামিছিল। ১৫ দিন বাংলা জুড়ে ম্যারাথন কর্মসূচি নিয়েছে বিজেপি। কোন্দল-কাঁটা সরিয়ে একমুখী আন্দোলনের ছক নিয়েছে পদ্ম শিবির। কর্মসূচির আগেই শাসক শিবিরকে বিঁধলেন দিলীপ।
তিনি বলেন, “গত একটা বছর পশ্চিম বাংলার রাজনৈতিক ইতিহাস একটা কলঙ্কময় বছর। যাঁরা বলেছিলেন যে, মানুষ আমাদের ভোট দিয়েছেন, তাঁরাই আজকে মানুষকে এত কষ্ট দিচ্ছেন। মানুষ হাহাকার করছেন। অতি সাধারণ মানুষ, যাঁরা কেবল ৫০০ টাকার লোভে ভোট দিয়েছিলেন, যাঁদেরকে দুয়ারে রেশন, কিংবা অন্য কোনও প্রকল্পের লোভ দেখানো হয়েছিল, সেই মানুষগুলো আজ অত্যাচারিত। এক বছরও যায়নি, একটা ফুল মেজরিটি সরকার কী করে ধীরে ধীরে মানুষ থেকে সরে যাচ্ছে, মানুষ হাহাকার করছে! একটা বছর গণতন্ত্রের ইতিহাসে কলঙ্কময় বছর হয়ে থাকল।”
এদিকে, আবার ২০২৪ এ কেন্দ্র থেকে বিজেপিকে উৎখাত করার ডাক দিয়েছে তৃণমূল। সেই ইস্যুতে শাসকদলকে বিঁধে দিলীপ ঘোষের কটাক্ষ, “যাদের নিজেদের পা শক্ত নেই, তারা অন্যকে কী করে উপড়ে ফেলবে। সরকার এত দিন চলল, তবে তার শেকড়ই হল না। কিছু বিশেষ টাইপের লোক আছে, যারা দলের হয়ে টাকা কামিয়ে দেবে। এরকম লোকদের নিয়ে সরকার চলেছে। এই দল তো গণতন্ত্রেরই ধার ধারে না।”
গত এক বছরে ভোট পরবর্তী হিংসায় দলের ৬০ জন কর্মী-সমর্থক খুন হয়েছেন বলে অভিযোগ করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন সকালে প্রাতঃভ্রমণের পর নিহতদের আত্মার শান্তি কামনায় কলকাতার সর্বমঙ্গলা ঘাটে তর্পণ করেন বিজেপি নেতা।
প্রসঙ্গত, সোমবার ওয়েলিংটন থেকে রানি রাসমণি রোড মিছিলে হাঁটার কর্মসূচি নিয়েছে বিজপি। দলের পক্ষে নাম দেওয়া হয়েছে ‘গণতন্ত্র প্রতিষ্ঠা সঙ্কল্প মহামিছিল’। মিছিল শেষে রয়েছে একটি জনসভা। এখান থেকেই শাসকের বিরুদ্ধে আগামীর লড়াইয়ের ডাক দিয়েছে বিজেপি।
আরও পড়ুন: মাঝ আকাশে স্পাইস জেটের এয়ার টার্বুল্যান্স! তদন্তের নির্দেশ ডিজিসিএ-এর