Dilip Ghosh Wife: দিলীপ ঘোষের ‘কামব্যাকে’র পরই বিড়ম্বনা! অভিযোগ দায়ের স্ত্রী রিঙ্কুর

Dilip Ghosh-Rinku: গত কয়েকদিন ধরে তাঁর ভূমিকায় অনেকেই বলছেন, প্রত্যাবর্তন হচ্ছে দিলীপ ঘোষের। সেই আবহেই সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানাতে গেলেন তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদার। দিলীপ ঘোষ বললেন, আইন আছে। ব্যবস্থা নেওয়া হবে।

Dilip Ghosh Wife: দিলীপ ঘোষের কামব্যাকের পরই বিড়ম্বনা! অভিযোগ দায়ের স্ত্রী রিঙ্কুর
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 02, 2026 | 10:45 AM

কলকাতা: নতুন করে রাজ্য রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। একসময় ছিলেন দলের রাজ্য সভাপতি। পরে একে একে সব পদই চলে যায় তাঁর। ভোটে হেরে সাংসদ পদও হারান তিনি। তবে গত কয়েকদিন ধরে তাঁর যে ভূমিকা দেখা যাচ্ছে, তাতে অনেকেই বলছেন, প্রত্যাবর্তন হচ্ছে দিলীপ ঘোষের। সেই আবহেই সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানাতে গেলেন তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদার।

গত বছর রিঙ্কু মজুমদারের সঙ্গে বিয়ে হয় দিলীপ ঘোষের। জগন্নাথ মন্দিরের উদ্বোধন থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যায়। সম্প্রতি বেড়াতেও গিয়েছিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলে তাঁদের সম্পর্কেই নানারকমের কু-কথা রটানো হচ্ছে বলে অভিযোগ।

অনন্যা চট্টোপাধ্যায় ও ইন্দ্রনীল চক্রবর্তী নামে অ্যাকাউন্ট খুলে দিলীপ ঘোষ এবং তাঁর স্ত্রী’র বিবাহিত জীবন সম্পর্কে মিথ্যা এবং মানহানিকর মন্তব্য পোস্ট করা হয়েছে বলে অভিযোগ। জনসমক্ষে ভাবমূর্তি এবং বিশ্বাসযোগ্যতায় ক্ষতি করার চেষ্টা হচ্ছে বলে দাবি রিঙ্কুর।

বিধান নগর সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেছেন রিঙ্কু মজুমদার ঘোষ। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “কারও সঙ্গে অন্যায় হলে সে তো অভিযোগ জানাবেই। আইন আছে, সেই অনুযায়ী ব্যবস্থা হবে।”

দীর্ঘ সময় কোনও বৈঠকে, সভায় ডাক পাচ্ছিলেন না দিলীপ ঘোষ। গত বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিকত শাহের বৈঠকে ও মধ্যাহ্নভোজে উপস্থিত থাকতে দেখা যায় তাঁকে। আর বৃহস্পতিবার দীর্ঘ সময় বাদে সাংবাদিক বৈঠকে বসতে দেখা যায় দিলীপ ঘোষকে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। দল যেভাবে বলবে, সেভাবেই কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।