AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Education Expo 2025: দ্বাদশ পাশের পর কী পড়বেন, কোথায় পড়বেন? দিশা দেখাতে টিভি৯ নেটওয়ার্কের ২ দিনের এডুকেশন এক্সপো

Education Expo 2025: দ্বাদশ শ্রেণি পাশ করার পর কী নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তা নিয়ে অনেক সময় দ্বিধায় ভোগেন পড়ুয়ারা। কোন কোর্সে কোথায় ভর্তি হবেন, তা নিয়েও সম্যক ধারণা থাকে না অনেকের। পড়ুয়াদের নিয়ে চিন্তায় থাকেন অভিভাবকরাও। তাঁদের দিশা দেখাতেই টিভি৯ নেটওয়ার্কের এই এডুকেশন এক্সপো।

Education Expo 2025: দ্বাদশ পাশের পর কী পড়বেন, কোথায় পড়বেন? দিশা দেখাতে টিভি৯ নেটওয়ার্কের ২ দিনের এডুকেশন এক্সপো
৩১ মে ও ১ জুন কলকাতায় হবে এডুকেশন এক্সপো
| Updated on: May 19, 2025 | 6:15 PM
Share

কলকাতা: কয়েকদিন আগেই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল বেরিয়েছে। কেউ নিজের ফলাফল নিয়ে উচ্ছ্বসিত। কারও আশানুরূপ ফল হয়নি। এবার কী নিয়ে পড়বেন? কোথায় পড়বেন? চিন্তায় পড়ুয়া ও অভিভাবকরা। পড়ুয়াদের ভবিষ্যতের দিশা দেখাতে টিভি৯ নেটওয়ার্ক আয়োজন করেছে এডুকেশন এক্সপো। যেখানে পড়ুয়াদের ভবিষ্যতের দিশা দেখাতে হাজির থাকবেন বিশেষজ্ঞরা। কলকাতা-সহ দেশের ১৫টি শহরে হচ্ছে টিভি৯ নেটওয়ার্কের এই এডুকেশন এক্সপো। এই এডুকেশন এক্সপোতে অংশ নিতে কোনও প্রবেশমূল্য লাগবে না।

কলকাতায় কবে হচ্ছে এডুকেশন এক্সপো?

আগামী ৩১ মে ও ১ জুন কলকাতায় এডুকেশন এক্সপোর আয়োজন করা হয়েছে। সল্টলেকের সেক্টর ফাইভের কলেজ মোড়ে বোস ইন্সস্টিটিউট(বসু বিজ্ঞান মন্দির)-এ ২ দিন ধরে এডুকেশন এক্সপো চলবে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এডুকেশন এক্সপোতে অংশ নিতে কোনও প্রবেশমূল্য লাগবে না।

দ্বাদশ শ্রেণি পাশ করার পর কী নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তা নিয়ে অনেক সময় দ্বিধায় ভোগেন পড়ুয়ারা। কোন কোর্সে কোথায় ভর্তি হবেন, তা নিয়েও সম্যক ধারণা থাকে না অনেকের। পড়ুয়াদের নিয়ে চিন্তায় থাকেন অভিভাবকরাও। তাঁদের দিশা দেখাতেই টিভি৯ নেটওয়ার্কের এই এডুকেশন এক্সপো। যেখানে বিশেষজ্ঞরা নানা কোর্সের ভবিষ্যৎ পড়ুয়াদের কাছে তুলে ধরবেন। এমন একাধিক কোর্সের সম্পর্কে জানতে পারবেন, যেগুলি হয়তো আপনার জানা ছিল না। এইসব কোর্স কোথায় করতে পারবেন, সেইসব তথ্যও আপনি পাবেন এই এডুকেশন এক্সপোতে। ফলে পড়ুয়াদের সামনে সুযোগ থাকছে সেরা কলেজ, সেরা শিক্ষা প্রতিষ্ঠান এবং সেরা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কেরিয়ার গাইডেন্স পাওয়ার। এ সুযোগ হাতছাড়া করবেন না।