
কলকাতা: যোগ্য-অযোগ্য, এই দু’টি শব্দেই আপাতত আবৃত হয়েছে বাংলার রাজনীতি। ঘুরে ফিরে বারংবার চোখের সামনে উঠে আসছে চাকরিহারাদের কথা। এবার সেই যোগ্য-অযোগ্য ইস্যু ঘিরে তৈরি হওয়া দাবিগুলিকে একছত্রে নবান্নে পেশ করতে চান চাকরিহারা শিক্ষাকর্মীরা। মঙ্গলবার চার দফা দাবিতে রাজ্যে শীর্ষ প্রশাসনিক দফতরের দিকে অভিযান চালাবে তারা।
জানা গিয়েছে, এদিন হাওড়া ময়দানে জমায়েত করে নবান্নের দিকে এগোবেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। হাওড়া ময়দান মেট্রোর কাছে বেলা ১১টা নাগাদ হবে সেই জমায়েত। জড়ো হবে চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মীদের একাংশ। তারপর সেখান থাকে মন্দিরতলা হয়ে মিছিল সরাসরি যাবে নবান্নের দিকে। যা ঘিরে আপাতত আঁটোসাঁটো নিরাপত্তা। মোতায়েন হয়েছে পুলিশ। বসানো হয়েছে ব্যারিকেড।
কী কী দাবি রয়েছে তাদের?
উল্লেখ্য, গতমাসের শেষ তারিখে এই নবান্ন অভিযানের ডাক দিয়েছিল চাকরিহারা শিক্ষাকর্মীরা। তারা স্পষ্ট জানিয়েছিল, একাধিক বার কমিশনের সঙ্গে বৈঠকে কোনও সুরাহা হয়নি। তাই চার দফা দাবি-সহ এবার নবান্নে দ্বারস্থ হবে তারা। সেই সূত্র ধরে ৩ জুলাই প্রথমে অভিযানের দিন হিসাবে ঠিক করা হয়। কিন্তু পুলিশি অনুমতি না মেলায় তা পিছিয়ে গিয়ে নির্ধারিত হয় ৮ জুলাই অর্থাৎ আজ।