
শিয়ালদহ: ঠায় দাঁড়িয়ে একের পর এক ট্রেন। শিয়ালদহ দক্ষিণ শাখায় নেমেছে দুর্যোগ। মাথায় হাত হাত হাজারো যাত্রীর। কিন্তু কী হয়েছে সেখানে?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহের বজবজ শাখায় তৈরি হয়েছে অস্থিরতা। সেখানে বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচল। বৃহস্পতিবার সন্ধেয় ঝড়-বৃষ্টির কারণে আকরা ও নুঙ্গি স্টেশনের মাঝে ট্রেন লাইনে পড়ে গিয়েছে একটি বিরাট গাছ। যার জন্য ঠায় দাঁড়িয়ে থাকতে হয়েছে একের পর এক ডাউন লাইনের ট্রেনকে। তবে বজবজ লাইনে আপের ট্রেন নির্দ্বিধায় চলছে।
এক নিত্যযাত্রী জানিয়েছে, ‘সন্ধে ৮.২০তে ট্রেন আসার কথা ছিল। কিন্তু নুঙ্গিতে গাছ পড়ে যাওয়ার কারণে আপাতত সব ট্রেনই শুনছি বন্ধ হয়েছে।’ এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, যখন প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে, সেই সময়ও ট্রেন পরিষেবা ঠিক হয়নি বলেই জানা গিয়েছে স্থানীয় সূত্র মারফৎ।
উল্লেখ্য, গোটা শহর কলকাতা খানিক ভ্যাপসা গরম দেখা গেলেও, ভিজেছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। বিকাল হতেই হাওয়া অফিস জানিয়ে দিয়েছিল দু-তিন ঘণ্টার মধ্যে ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগনা-সহ বেশ কয়েকটি জেলা। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা। তেমনটাই হল। সূর্য ডুবতেই নামল স্বস্তির বৃষ্টি। বেশ কিছু জায়গায় শুধু চলল দমকা হাওয়া।