SIR-এর ফর্মে ছবি নিয়ে হরেক প্রশ্ন, জেনে নিন ঠিক কেমন ছবি দিতে হবে!
Special Intensive Revision: অনেকেই এটা নিয়ে বেশ চিন্তিত যে এসআইআরের ফর্মে কী ধরনের ছবি তাঁরা লাগাবেন। এই নিয়ে কোনও স্পষ্ট নির্দেশিকা যদিও নেই। তাও বিভিন্ন সূত্র থেকে জানা যায় কোন ধরনের ছবি লাগাতে হবে। এ ছাড়াও এই নিয়ে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক।

দেশে শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় দফার এসআইআর। দ্বিতীয় দফায় একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পাশাপাশি এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গেও। আর এই এসআইআরের ফর্ম কীভাবে ফিলআপ করা হবে, তাই নিয়ে চিন্তা বাড়ছে সাধারণ মানুষের। কারণ ফর্ম ফিলআপের সময় যদি গোলমাল হয় তাহলে তাহলে সমস্যায় পড়তে পারেন সাধারণ ভোটারই। তাদের হিয়ারিংয়েও ডাকতে পারে কমিশন।
এই আবহে অনেকেই এটা নিয়ে বেশ চিন্তিত যে এসআইআরের ফর্মে কী ধরনের ছবি তাঁরা লাগাবেন। এই নিয়ে কোনও স্পষ্ট নির্দেশিকা যদিও নেই। তাও বিভিন্ন সূত্র থেকে জানা যায় কোন ধরনের ছবি লাগাতে হবে। এ ছাড়াও এই বিষয়টা নিয়ে পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী আকাশবানীর পডকাস্টে মুখ খুলেছেন।
কেমন ছবি লাগবে?
- প্রথমত, এসআইআরের ফর্মে আপনার সাম্প্রতিকতম ছবি দেওয়ার কথা বলা হোয়েছে। আর একই সঙ্গে যে ছবি দেওয়া হবে, সেই ছবিতে কোনও রকম চশমা পরলে হবে না। অর্থাৎ, চশমা ছাড়া ছবি দিতে হবে।
- দ্বিতীয়ত, এই ছবির ব্যাকগ্রাউন্ড কোনও ভাবেই গাঢ় রংয়ের হবে না। অর্থাৎ, ব্যাকগ্রাউন্ড হতে হবে হালকা রংয়ের। সবচেয়ে ভাল হয় যদি ব্যাকগ্রাউন্ড হয় সাদা রংয়ের।
- এ ছাড়াও ওই ছবি টেকনিক্যালি পাসপোর্ট সাইজের হওয়া বাঞ্ছনীয়। এই কথা বলছেন, পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। তবে, কেউ যদি স্ট্যাম্প সাইজ ছবিও দেন, তাতে কোনও অসুবিধা হওয়ার কথা নয়।
তবে, আপনার দেওয়া ছবি বা তথ্যে কোনও ধরনের গোলমাল হলে কিন্তু আপনাকে হিয়ারিংয়ে ডেকে পাঠাতে পারে কমিশন। ফলে, এসআইআরের ফর্মে নিজের ছবি দেওয়ার আগে সতর্ক হন ও নিজের সাম্প্রতিকতম ছবি দেন।
