সল্টলেক: মর্মান্তিক! বন্ধ ঘর থেকে উদ্ধার সরকারি হাসপাতালের চিকিৎসকের দেহ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়াল ওই এলাকায়। ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম প্রসেনজিৎ মুখোপাধ্যায়। পুজোর সময় তিনি বিধাননগরের বিবি ব্লকের ২১০ নম্বর বাড়িতে আসেন। দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে ভাড়ায় থাকছিলেন তিনি। বাড়ির কেয়ারটেকারের দাবি, দশমীর পর থেকে নিজের ঘর থেকে আর বের হতে দেখা যায়নি তাঁকে।
এবার পচা দুর্গন্ধ বের হতেই সন্দেহ হয় এলাকাবাসীর এমনকী বাড়ির মালিকেরও। এরপর আজ সকালে খবর পেয়ে বিধাননগর উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পাশাপাশি মৃতের স্ত্রীও পৌঁছয় সেখানে। কেয়ারটেকারের দাবি দরজা খোলার পর চিকিৎসকের পচা গলা দেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আরজিকর হাসপাতালে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরে বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ। তবে বিধান নগর উত্তর থানার পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে আধিকারিকরা।
স্থানীয় বাসিন্দা জানান, ‘পুলিশ সাড়ে দশটা নাগাদ এল। এসে ফোন করল। বৌমা এল এসে দরজা খুলে দেখলাম মারা গেছে।’