Doctors’ Protest: চিকিৎসকদের আটকাতে চাবি খুলে কৃত্রিম যানজন সৃষ্টির অভিযোগ পুলিশের বিরুদ্ধে, আন্দোলনকারীদের পাশাপাশি বাস ঠেললেন যাত্রীরাও

Sourav Dutta | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 09, 2024 | 6:52 PM

Doctors' Protest: বাসের এক চালক বলেন, "আমি অনেকক্ষণ ধরে ডুপ্লিকেট চাবি খুঁজছিলাম। পুলিশ তো চাবি রেখে দিয়েছে। তারপর বাসের একটা বাক্সের মধ্যে থেকে ডুব্লিকেট চাবি পাই। এখন বাস স্টার্ট করছি।" এদিকে দেড় ঘণ্টা ধরে দাঁড়িয়ে থাকে একটি তেলের ট্যাঙ্কারও।

Doctors Protest: চিকিৎসকদের আটকাতে চাবি খুলে কৃত্রিম যানজন সৃষ্টির অভিযোগ পুলিশের বিরুদ্ধে, আন্দোলনকারীদের পাশাপাশি বাস ঠেললেন যাত্রীরাও
বাস ঠেলছেন চিকিৎসকরা
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: বাসের চাবি খুলে নিয়ে গিয়েছে পুলিশ। দাঁড়িয়ে তেলের ট্যাঙ্কার। একেবারে অবরুদ্ধে ধর্মতলা, ওয়াই চ্যানেল ডোরিনা ক্রসিং চত্বর। জুনিয়র চিকিৎসকদের পুজো পরিক্রমা ঘিরে চরম অশান্তি। তাঁদের ম্যাটাডোরে করে পুজো পরিক্রমা করার কথা ছিল। কিন্তু পুলিশ ম্যাটাডোরে ‘না’ বলে দেয়। পার্কস্ট্রিট থেকে হেঁটেই পরিক্রমা শুরু করেন চিকিৎসকরা। পার্কস্ট্রিটে দেখা গিয়েছে, বাস আটকে দিয়েছে পুলিশ। তারপর সাধারণ মানুষকে সেই বাস পিছন থেকে ঠেলতে দেখা গিয়েছে। পুলিশ চাবি নিয়ে নেওয়ায় রাস্তায় দাঁড়িয়ে পড়ে বাস। চরম সমস্যায় পড়েন সাধারণ মানুষ, অফিস ফেরত নিত্যযাত্রীরা। তারপর অ্যাপ্রন গায়ে চিকিৎসকরাই সেই বাস ঠেলে নিয়ে সরিয়ে দিয়েছেন।

বাসের এক চালক বলেন, “আমি অনেকক্ষণ ধরে ডুপ্লিকেট চাবি খুঁজছিলাম। পুলিশ তো চাবি রেখে দিয়েছে। তারপর বাসের একটা বাক্সের মধ্যে থেকে ডুব্লিকেট চাবি পাই। এখন বাস স্টার্ট করছি।” এদিকে দেড় ঘণ্টা ধরে দাঁড়িয়ে থাকে একটি তেলের ট্যাঙ্কারও।

চিকিৎসকদের পুজো পরিক্রমা আটকাতে পুলিশের বিরুদ্ধে  গাড়িচালকদের চাবি কেড়ে নিয়ে কৃত্রিম যানজট তৈরি করার অভিযোগ উঠেছে। এক জুনিয়র চিকিৎসক বলেন, “আমরা ম্যাটাডোর করে শান্তিপূর্ণভাবে পুজো পরিক্রমা করতে চেয়েছিলাম। সেখানে আমাদের বার্তাটুকু পৌঁছে দিতে চেয়েছিলাম। কিন্তু অনুমতি নেওয়া সত্ত্বেও, যখন সিএনএমসি থেকে চার জন ম্যাটাডোরে আসি, তখন তিনটে ম্যাটাডোর আটকে দেয়। তখন সার্জন আটকে দিলেন”

Next Article