Primary Recruitment: ১২৮ শূন্যপদ, প্যানেলে নাম ১৫০৬ জনের, কবে মিলবে নিয়োগ? কী বলছে DPSC?

South 24 Parganas Primary Recruitment: দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই মূহূর্তে ১২৮টি শূন্যপদ রয়েছে বলেও জানান তিনি। বাকি ভ্যাকেন্সিগুলির জন্য ডিপার্টমেন্টকে জানানো হয়েছে এবং ডিপার্টমেন্ট অনুমোদন করতে সেই মতো কাজ হবে বলেও জানান ডিপিএসসি চেয়ারম্যান।

Primary Recruitment: ১২৮ শূন্যপদ, প্যানেলে নাম ১৫০৬ জনের,  কবে মিলবে নিয়োগ? কী বলছে DPSC?
ডিপিএসসি প্য়ানেল প্রকাশ

| Edited By: Soumya Saha

Nov 15, 2022 | 4:27 PM

কলকাতা: ২০০৯ সালের দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রাথমিকে চাকরিপ্রার্থীদের সমস্যা সমাধানে উদ্যোগী ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল (DPSC)। অবশেষে চাকরিপ্রার্থীদের প্যানেল প্রকাশ করছে ডিপিএসসি। ডিপিএসসি চেয়ারম্যান অজিত কুমার নায়েক মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে জানান, “আজকে প্যানেল প্রকাশ হচ্ছে। কাউন্সিলিং হবে না। ২০০১ সালের রিক্রুটমেন্ট রুল (Recruitment Rule, 2001) অনুযায়ী নিয়োগ হবে। বাই পোস্ট নিয়োগ পত্র পাঠানো হবে।” আদালতের রায় পাওয়ার সঙ্গে সঙ্গে প্যানেল প্রকাশের অনুমোদন পাওয়া গিয়েছে বলে জানান তিনি। নিয়োগের জন্য শূন্যপদ ছিল ১ হাজার ৮৩৪টি। পরে তা বাতিল হয়ে যায়। প্যানেলে বিভিন্ন ক্যাটেগরি মিলিয়ে ১ হাজার ৫০৬ জনের নাম রয়েছে। প্যানেলে প্রকাশিত নামের তালিকা সংখ্যায় কিছু কম থাকার কারণও ব্যাখ্যা করেন ডিপিএসসি চেয়ারম্যান। বললেন, “এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি, শারীরিক প্রতিবন্ধকতা কোটায় পর্যাপ্ত প্রার্থী পাওয়া যায়নি। সেই কারণে ১ হাজার ৫০৬ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।”

দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই মূহূর্তে ১২৮টি শূন্যপদ রয়েছে বলেও জানান তিনি। বাকি ভ্যাকেন্সিগুলির জন্য ডিপার্টমেন্টকে জানানো হয়েছে এবং ডিপার্টমেন্ট অনুমোদন করতে সেই মতো কাজ হবে বলেও জানান ডিপিএসসি চেয়ারম্যান। তিনি আশাবাদী, “সরকার অত্যন্ত তৎপর এবং আশা করি ডিপার্টমেন্ট শীঘ্রই অনুমোদন দেবে।” ১২৮টি শূণ্যপদ ও ১ হাজার ৫০৬ জনের প্যানেল… কিন্তু এই নিয়ে কোনও জটিলতা থাকছে না বলেই মত তাঁর। বলেন, “ডিপার্টমেন্ট যখনই অনুমোদন দেবে তখনই প্রত্যেককে নিয়োগপত্র দেওয়া হবে।”

যদিও প্যানেল প্রকাশিত হলেও এখনই কেউ নিয়োগপত্র হাতে পাচ্ছেন না বলেই জানান তিনি। বর্তমানে ১২৮ টি শূন্যপদ রয়েছে। বাকি শূন্যপদগুলির অনুমোদন আসার পর সবার কাছে একসঙ্গে নিয়োগপত্র পাঠানো হবে বলেও জানান ডিপিএসসি চেয়ারম্যান। আন্দোলনকারীদের উদ্দেশে তাঁর বার্তা, “আন্দোলন প্রত্যাহার করতে আবেদন রাখব। শুভকামনা রইল আমার এবং কাউন্সিলের তরফে।” এদিকে প্যানেল প্রকাশের পর তা টাঙিয়ে দেওয়া হয় ডিপিএসসির অফিসের বাইরে।  দক্ষিণ ২৪ পরগনা জেলার ২০০৯ সালের প্রাথমিক চাকরিপ্রার্থীরা ডিপিএসসি অফিসের বাইরে সেই তালিকা দেখতে পাবেন।