SIR in West Bengal: আপনার জেলা থেকে কত নাম বাদ গেল? দেখে নিন পুরো তালিকা
SIR in Bengal: কলকাতা দক্ষিণে বাদ যাচ্ছে ২ লাখ ১৬ হাজার ২০৭ নাম। শতাংশের হিসাবে ২৩.৮৩। কলকাতা উত্তরে বাদ যাচ্ছে ২৫.৯৩ শতাংশ নাম, সংখ্যায় ৩ লাখ ৯০ হাজার ৫৫৭। হাওড়ায় বাদ গিয়েছে ১০.৮ শতাংশ নাম, সংখ্যায় ৪ লাখ ৪৭ হাজার ২৪০ জন। হুগলিতে বাদ গিয়েছে ৩ লাখ ১৮ হাজার ৮৫৩, শতাংশে ৬.৬৮ শতাংশ।

কলকাতা: সামনে এসেছে খসড়া তালিকা। কমিশনের অ্যাপেও দেখা যাচ্ছে নাম। বাদ দিয়েছে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম। তথ্য বলছে ২৪ জেলার মধ্যে সবথেকে বেশি নাম বাদ দক্ষিণ ২৪ পরগনায়। দক্ষিণ ২৪ পরগনায় ৮ লক্ষের বেশি নাম বাদ। অন্যদিকে উত্তরবঙ্গের দিকে নজর দিলে দেখা যাবে কোচবিহারে ১ লক্ষ ১৩ হাজার ৩৩৫ জনের নাম বাদ গিয়েছে। শতাংশের হিসাবে ৪.৫৫। জলপাইগুড়িতে বাদ গিয়েছে ৬.৯৫ শতাংশ মানুষের নাম। সংখ্যায় ১ লাখ ৩৩ হাজার ৯১ জনের নাম বাদ গিয়েছে। দার্জিলিংয়ে বাদ গিয়েছে ৯.৪৬ শতাংশ অর্থাৎ ১ লাখ ২২ হাজার ২৭৪ জন ভোটারের নাম।
অন্যদিকে উত্তর দিনাজপুরে বাদ গিয়েছে ৭.৩৫ শতাংশ ভোটারের নাম। সংখ্যায় ১ লাখ ৭০ হাজার ৪৭০। দক্ষিণ দিনাজপুরে বাদ ৬.০৮ শতাংশ নাম, সংখ্য়ায় ৮০ হাজার ৯৭৫। মালদহে ৬.৩১ শতাংশ। বাদ গিয়েছে ২ লাখ ৭ হাজার ৮২৭ নাম। আলিপুরদুয়ারে বাদ ৭.৩৩ শতাংশ মানুষের নাম, সংখ্যায় ৯৫ হাজার ২৬৭।
কালিম্পংয়ে বাদ ১৭ হাজার ৭৫৪, শতাংশে ৭.৮৪ শতাংশ। এটাই সবথেকে সব কম বলে জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদে ৪.৮৪ শতাংশ নাম বাদ যাচ্ছে, সংখ্যায় ২ লাখ ৭৮ হাজার ৭০ ভোটার। নদিয়ায় বাদ যাচ্ছে ২ লক্ষ ১৬ হাজার ৫৭৭ নাম। শতাংশের হিসাবে ৪.০৯। উত্তর ২৪ পরগনায় বাদ ৭ লাখ ৯২ হাজার ৬৪ নাম, ৯.৫৪ শতাংশ।
কলকাতা দক্ষিণে বাদ যাচ্ছে ২ লাখ ১৬ হাজার ২০৭ নাম। শতাংশের হিসাবে ২৩.৮৩। কলকাতা উত্তরে বাদ যাচ্ছে ২৫.৯৩ শতাংশ নাম, সংখ্যায় ৩ লাখ ৯০ হাজার ৫৫৭। হাওড়ায় বাদ গিয়েছে ১০.৮ শতাংশ নাম, সংখ্যায় ৪ লাখ ৪৭ হাজার ২৪০ জন। হুগলিতে বাদ গিয়েছে ৩ লাখ ১৮ হাজার ৮৫৩, শতাংশে ৬.৬৮ শতাংশ। পূর্ব মেদিনীপুরে বাদ ৩.৩১ শতাংশ নাম, সংখ্যায় ১ লাখ ৪১ হাজার ৮৫২। ঝাড়গ্রামে বাদ যাচ্ছে ৫.৫৩ শতাংশ নাম, সংখ্যায় ৫২ হাজার ৭৫৪।
পশ্চিম মেদিনীপুরে বাদ ২ লাখ ৩ হাজার ২৫৭, শতাংশে ৫.০৬। পুরুলিয়ায় বাদ ১ লাখ ৮৩ হাজার ৩৮৭, ,শতাংশের বিচারে ৭.৫৭। বাঁকুড়ায় বাদ ১ লাখ ৩২ হাজার ৭৭৫, শতাংশে ৪.৩৮। পূর্ব বর্ধমানে বাদ বাদ ২ লাখ ৮ হাজার ৭, শতাংশে ৪.৯৮। পশ্চিম বর্ধমানে ১৩.১৬ শতাংশ নাম বাদ, সংখ্যায় ৩ লাখ ৬ হাজার ১৮১।
