Drone: কলকাতার আকাশে রহস্যময় ড্রোন! নেপথ্যে কোন অভিসন্ধি? সামনে এল ভারতীয় সেনার বক্তব্য

Drone: ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ড সূত্রে খবর, ফোর্ট উইলিয়াম (বর্তমান নাম বিজয় দুর্গের) মধ্যে ড্রোন টার্গেট করা বা সেগুলোকে ট্র্যাক করার যন্ত্র রয়েছে। এখনও পর্যন্ত ফোর্ট উইলিয়ামের সেই আধুনিক ব্যবস্থার মধ্যে ড্রোনের উপস্থিতি মেলেনি।

Drone: কলকাতার আকাশে রহস্যময় ড্রোন! নেপথ্যে কোন অভিসন্ধি? সামনে এল ভারতীয় সেনার বক্তব্য
কলকাতার আকাশে কোথায় কোথায় ড্রোন? Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 22, 2025 | 1:08 PM

কলকাতা: সোমবার মাঝরাতে  মহেশতলা ও বেহালার দিকে আকাশে আলোর মতো কিছু একটা দেখতে পাওয়া যায়। তা নিয়ে রহস্য দানা বাঁধে। সেগুলি কী ড্রোন? তা নিয়ে শুরু হয় জোর চর্চা। যে এলাকায় রহস্যময় ড্রোন দেখা গিয়েছে, তার আশপাশে দ্বিতীয় হুগলি সেতু ও ফোর্ট উইলিয়ামের মতো জায়গা রয়েছে। কলকাতা পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই ভারতীয় সেনার সঙ্গে কথা হয়েছে। এবার সামনে এল ভারতীয় সেনার বক্তব্য।

ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ড সূত্রে খবর, ফোর্ট উইলিয়াম (বর্তমান নাম বিজয় দুর্গের) মধ্যে ড্রোন টার্গেট করা বা সেগুলোকে ট্র্যাক করার যন্ত্র রয়েছে। এখনও পর্যন্ত ফোর্ট উইলিয়ামের সেই আধুনিক ব্যবস্থার মধ্যে ড্রোনের উপস্থিতি মেলেনি।

তবে সেনা সূত্রে এও দেখা হচ্ছে, ড্রোন যদি সত্যি উড়ে থাকে, তাহলে ঠিক কোন দিক দিয়ে গিয়েছে। কারণ গোটা বিষয়টি নিয়ে এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে পূর্বাঞ্চলীয় সদর দফতরের সেনাকর্তারা। তবে ইতিমধ্যেই ফোর্ট উইলিয়ামের তরফে কলকাতা পুলিশের সঙ্গে কথা বলা হচ্ছে। মূলত কোন দিক থেকে উড়ে এসেছিল এবং কোন সময় দেখা গিয়েছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

রাতের আকাশে রহস্যময় আলো দেখেই কলকাতা পুলিশের কর্তব্যরত আধিকারিক লালবাজার কন্ট্রোলে ফোন করেন। লালবাজার থেকে নির্দিষ্ট করে বেশ কিছু থানাকে জানানো হয়। তারপর থানার আধিকারিকরা বিষয়টি দেখার চেষ্টা করেন। রাতে দৃশ্যমানতা কম থাকায়, বিষয়টি স্পষ্ট নয়। ড্রোনের গতিতেই বস্তগুলো ঘুরপাক খাচ্ছিল বলে জানা গিয়েছে। বহুতলের পিছন থেকে চলে গিয়েছে আলো। ওইগুলো আদৌ ড্রোন নাকি অন্য কিছু, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।