Kolkata Airport: মাঝ আকাশে বিমান, উঠল ঝড়! কলকাতা বিমানবন্দরই হল ত্রাতা

Kolkata Airport: গুয়াহাটির আকাশে পৌঁছলেও এমন ঝোড়ো হাওয়া আর বৃষ্টির দাপট শুরু হয়, বিমান নিয়ন্ত্রণে রাখাই কার্যত মুশকিল হয়ে পড়ে। এই প্রতিকূল ঝোড়ো হাওয়া ও বৃষ্টির দাপটের কারণে গুয়াহাটি বিমানবন্দরে বিমানটি অবতরণ করতে পারেনি। রাত তখন ৯টা ২১। কলকাতা বিমানবন্দরে সেই বিমান অবতরণ করানো হয়।

Kolkata Airport: মাঝ আকাশে বিমান, উঠল ঝড়! কলকাতা বিমানবন্দরই হল ত্রাতা
প্রতীকী ছবি।

| Edited By: সায়নী জোয়ারদার

May 20, 2024 | 10:35 AM

কলকাতা: মাঝ আকাশে বিমান। এদিকে এমন ঝোড়ো হাওয়া শুরু হয়েছে বিমান অবতরণই করতে পারল না গন্তব্যে। বাধ্য হয়ে গুয়াহাটির বদলে কলকাতা বিমানবন্দরে বিমানটি অবতরণ করাতে হয়। রবিবার বাগডোগরা থেকে গুয়াহাটিগামী বিমানটিকে ঘুরিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়।

বিমানবন্দর সূত্রে খবর, এদিন রাতে স্পাইসজেটের এসজি ৩৪৫৪ বিমান ৮৩ জন যাত্রী (যার মধ্যে ২ জন শিশু ছিল), ৪ জন কেবিন ক্রু নিয়ে বাগডোগরা থেকে গুয়াহাটির উদ্দেশে উড়ান নেয়।

গুয়াহাটির আকাশে পৌঁছলেও এমন ঝোড়ো হাওয়া আর বৃষ্টির দাপট শুরু হয়, বিমান নিয়ন্ত্রণে রাখাই কার্যত মুশকিল হয়ে পড়ে। এই প্রতিকূল ঝোড়ো হাওয়া ও বৃষ্টির দাপটের কারণে গুয়াহাটি বিমানবন্দরে বিমানটি অবতরণ করতে পারেনি। রাত তখন ৯টা ২১। কলকাতা বিমানবন্দরে সেই বিমান অবতরণ করানো হয়।