Sitaram Yechury: অসুস্থ সীতারাম ইয়েচুরি, দিল্লি এইমসে ভর্তি

Sitaram Yechury: কিছুদিন আগে চোখের সমস্যা হয় তাঁর। ছানি অপারেশন করানো হয় বলেও খবর। চোখের সমস্যার কারণে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অন্তিমযাত্রায় যোগ দিতে আসতে পারেননি কলকাতায়।

Sitaram Yechury: অসুস্থ সীতারাম ইয়েচুরি, দিল্লি এইমসে ভর্তি
সীতারাম ইয়েচুরি (ফাইল ছবি)

| Edited By: সায়নী জোয়ারদার

Aug 20, 2024 | 5:40 AM

কলকাতা: শারীরিক অসুস্থতার কারণে দিল্লি এইমসে ভর্তি করানো হল সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে। সোমবার সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রচণ্ড জ্বর ছিল সিপিআইএমের সাধারণ সম্পাদকের। প্রথমে জরুরি বিভাগে ভর্তি করানো হয় তাঁকে। পরবর্তীতে চিকিৎসকরা ইয়েচুরিকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করার নির্দেশ দেন।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

প্রায় ৭২ বছর বয়স সীতারাম ইয়েচুরির। সিপিআইএমের একটি সূত্রের খবর, ফুসফুসে সংক্রমণের কারণেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে সাধারণ সম্পাদককে। সর্বশেষ আপডেট, এখন স্থিতিশীল তিনি।

উল্লেখ্য, কিছুদিন আগে চোখের সমস্যা হয় তাঁর। ছানি অপারেশন করানো হয় বলেও খবর। চোখের সমস্যার কারণে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অন্তিমযাত্রায় যোগ দিতে আসতে পারেননি কলকাতায়।