
কলকাতা: ট্রেনের গোলযোগ হোক বা লাইন পারাপার, কিংবা অন্য কিছু…। তার জন্য আকছার দেখা যায় রেললাইন ধরে মানুষজন হেঁটে যাতায়াত করেন। কিন্তু মেট্রো? কখনও দেখেছেন মেট্রোর লাইন ধরেও লোকজন হেঁটে যাচ্ছেন? রবিবারের বারবেলায় অন্তত দেখা গেল ঠিক এমনই ছবি। বছরের শেষে প্রচুর মানুষ বেরিয়েছেন ঘুরতে। চলছে পিকনিক-গেট টুগেদার-আউটিং ইত্যাদি-প্রভৃতি। এই আমেজের মধ্যে বিঘ্ন। কারণ, ফের একবার বিভ্রাট মেট্রোয়। নেতাজি মেট্রো স্টেশন (কুঁদঘাট) আর টালিগঞ্জ স্টেশনের মাঝে বহুক্ষণ দাঁড়িয়ে রইল মেট্রো। যার জেরে প্রবল অস্বস্তিতে মানুষজন। তারপর দেখা গেল টলিগঞ্জ মেট্রো স্টেশনে নেমে লাইন দিয়ে পায়ে হেঁটে এগিয়ে গেলেন তাঁরা।
মেট্রো রেল সূত্রে খবর, যান্ত্রিক ত্রুটির কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। খবর পাওয়া মাত্রই ইঞ্জিনিয়ার পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে। জানা যাচ্ছে, আপ লাইনে থাকা মেট্রো রেকে ইমারজেন্সি ব্রেক লেগে গিয়েছে। যে কারণে ওই রেকটিকে আর এগিয়ে যাওয়া সম্ভব নয়। নতুন রেক নিয়ে আসা হচ্ছে। তাতেই যাত্রীদের তুলে গন্তব্যস্থলে নিয়ে যাওয়া হবে। এদিকে, মেট্রোর ভিতরে প্রায় এক ঘণ্টা আটকে থাকার জন্য প্রবল অস্বস্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। কেউ কেউ আতঙ্কিত হয়ে পড়েন। পরবর্তীতে টলিগঞ্জ স্টেশনে তাঁদের নামিয়ে দেওয়া হয়। ক্ষুব্ধ এক মহিলা যাত্রী বলেন, “মানুষকে শুধুই হেনস্থা করা হল। কোনও সিস্টেম নেই। এক ঘণ্টার উপর লেট করালো। নাটকবাজি যত!” বর্তমানে, দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত চলছে মেট্রো।