ওষুধের স্ট্রিপ খুলতেই বেরিয়ে এল লাল থকথকে পদার্থ! দমদমের নিখিল দেখলেন, ‘ভিতরে তো আচার’

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Jul 20, 2021 | 12:15 AM

স্ট্রিপে থাকা বাকি ওষুধ আদৌ আসল ছিল না নকল, তা নিয়েও সংশয়ে ভুগছেন নিখিল

ওষুধের স্ট্রিপ খুলতেই বেরিয়ে এল লাল থকথকে পদার্থ! দমদমের নিখিল দেখলেন, ভিতরে তো আচার
নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: ওষুধ খেতে গিয়ে ট্যাবলেটের স্ট্রিপ থেকে বেরিয়ে এসেছিল লাল রঙের থকথকে পদার্থ। জিনিসটা আসলে কী? প্রথমে ঠিক ঠাহর করে উঠতে পারেননি দমদমের বাসিন্দা লিখিল চক্রবর্তী। নাকের কাছে নিয়ে আসতেই গন্ধটা চেনা চেনা লাগল। জিভে ঠেকাতেই বুঝতে পারলেন, ওষুধের স্ট্রিপের ভিতরে কেউ আচার বা সস জাতীয় কিছু ভরে দিয়েছে। ফলে ওষুধ কিনতে গিয়েই প্রতারণার শিকার হলেন ওই ব্যক্তি।

সূত্রের খবর, দিনকয়েক আগেই দমদমের বাসিন্দা নিখিল চক্রবর্তী কলকাতার মেহেতা বিল্ডিংয়ের একটি ওষুধের দোকান থেকে কিছু ওষুধ কেনেন। এরপর বাড়ি এসে বেশ কয়েকটি ট্যাবলেটও খান সেই স্ট্রিপ থেকে। কিন্তু কয়েকটি ওষুধ খাওয়ার পরে দেখতে পান, একটি ট্যাবলেটের জায়গায় লাল রঙের আচার জাতীয় কোনও পদার্থ রয়েছে। এরপরেই লিখিলবাবু হকচকিয়ে যান। তিনি অন্যান্য পরিচিতদেরও জানান। স্ট্রিপে থাকা বাকি ওষুধ আদৌ আসল ছিল না নকল, তা নিয়েও সংশয়ে ভুগছেন নিখিল।

যদিও এই ঘটনার প্রেক্ষিতে এখনও পর্যন্ত পুলিশে কোনও অভিযোগ দায়ের করেননি নিখিলবাবু। তাঁর কাছে কোনও কোন রশিদ না থাকায় তিনি আর ওই ওষুধের দোকানের সঙ্গেও কোনও রকম যোগাযোগ করেননি। শুধুমাত্র পরিচিতদের তিনি এই বিষয়ে অবগত করেন। নিখিল চক্রবর্তীর দাবি, তিনি বহু দিন ধরে ওই ওষুধটা খান। কিন্তু এর আগে কোনও দিন এমন হয়নি। আরও পড়ুন: প্রেমে ‘প্রত্যাখ্যান’, প্রেমিকের সামনেই বিষ খেয়ে আত্মঘাতী লাভপুর গণধর্ষণে নির্যাতিতা তরুণী

Next Article