আরেকটু হলেই পিষে যেতেন পুলিশকর্মীরা…পাটুলিতে পুলিশ কিয়স্ক ভেঙে ঢুকে গেল ডাম্পার!

Accident: বুধবার রাত পৌনে বারোটা নাগাদ বাঘাযতীনের দিক থেকে পাটুলির দিকে আসছিল পাথর বোঝাই ডাম্পারটি। সেই সময়ই উল্টো দিকে, ঢালাই ব্রিজের দিক থেকে একটি ছোট গাড়ি আসছিল। আচমকাই গাড়িটি এসে পাটুলি মোড় থেকে ইউটার্ন নেয়।

আরেকটু হলেই পিষে যেতেন পুলিশকর্মীরা...পাটুলিতে পুলিশ কিয়স্ক ভেঙে ঢুকে গেল ডাম্পার!
পাটুলিতে দুর্ঘটনা।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 05, 2025 | 8:44 AM

কলকাতা: পাটুলি মোড়ে ভয়াবহ দুর্ঘটনা। পুলিশ কিয়স্কে ধাক্কা মেরে ঢুকে গেল পাথর বোঝাই ডাম্পার। ওই ডাম্পারের ধাক্কায় কিয়স্কটি সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে যায়। অল্পের জন্য রক্ষা পেলেন পুলিশকর্মী ও আশেপাশের দোকানদাররা।

জানা গিয়েছে, বুধবার রাত পৌনে বারোটা নাগাদ বাঘাযতীনের দিক থেকে পাটুলির দিকে আসছিল পাথর বোঝাই ডাম্পারটি। সেই সময়ই উল্টো দিকে, ঢালাই ব্রিজের দিক থেকে একটি ছোট গাড়ি আসছিল। আচমকাই গাড়িটি এসে পাটুলি মোড় থেকে ইউটার্ন নেয়। ডাম্পারের একদম সামনে চলে আসে গাড়িটি। ছোট গাড়িটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পুলিশ কিয়স্কে ধাক্কা মারে ডাম্পারটি।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, গাড়িচালকের জন্যই এই দুর্ঘটনাটি ঘটেছে। ওই গাড়িটিকে বাঁচাতে গিয়েই দুর্ঘটনা ঘটে। ওই সময়ে কিয়স্কে কোনও পুলিশকর্মী ছিলেন না, তাই রক্ষা পায়। কিয়স্কের পাশেই পরপর কয়েকটি চায়ের দোকান ছিল। সেই দোকানগুলিও রক্ষা পায়। আতঙ্কে দোকানদাররা।

সাধারণত খুব জমজমাট পাটুলি এলাকা। প্রচুর মানুষ বিকেলের আড্ডা বসান রাস্তার ধারে। রাত হওয়ায় পাটুলিতে ভিড় কম ছিল। আশেপাশে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে এটাই যদি বিকেলে হত, তবে ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত। পাটুলি থানার পুলিশ ছোট গাড়ির চালক, সেইসঙ্গে ডাম্পারের চালক এবং খালাসীকে আটক করেছে।