Durga Puja 2022: পঞ্চমীর রাতে কেমন থাকবে বাংলার আকাশ? ষষ্ঠীতেও ভিজবে রাজ্য?

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Sep 30, 2022 | 6:34 PM

Durga Puja 2022: হাওয়া অফিস সূত্রে খবর, ৫ তারিখ আবার পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতাতে দুই ও তিন তারিখ বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকতে পারে বলে জানা যাচ্ছে।

Durga Puja 2022: পঞ্চমীর রাতে কেমন থাকবে বাংলার আকাশ? ষষ্ঠীতেও ভিজবে রাজ্য?

Follow Us

কলকাতা: পুজোয় (Durgapuja 2022) নিম্নচাপের ফাঁড়া যে রয়েছে সে আশঙ্কার কথা আগেই শুনিয়েছিল আবহাওয়া দফতর। সপ্তমী (Saptami) থেকেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টির আশঙ্কা রাজ্যে। সপ্তমীতে দক্ষিণবঙ্গের (South Bengal) ৪ জেলা, অষ্টমীতে ৫ জেলা ও নবমীতে ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা-সহ বাকি জেলায় মাঝারি বৃষ্টির ইঙ্গিত আবহাওয়া দফতরের। নবমী থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। নবমীতে উত্তরের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কাল, ষষ্ঠীতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত হাজির হবে। সপ্তমীতে সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। তার প্রভাবেই পুজোয় বিঘ্ন ঘটার জোর আশঙ্কা।

সহজ কথায় সপ্তমী থেকে দশমী রোজই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তবে রেহাই নেই পঞ্চমী-ষষ্ঠীতে। দুদিনই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। ২, ৩, ৪ ও ৫ তারিখ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২ তারিখ দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তিন তারিখ পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪ তারিখ দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, ৫ তারিখ আবার পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতাতে দুই ও তিন তারিখ বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে বলে জানা যাচ্ছে। তবে পুজোয় বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গও। উত্তরবঙ্গের ক্ষেত্রে ৫ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের তরফে। ৪ তারিখ দার্জিলিং, জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। 

Next Article