Durga Puja 2023: ল্যান্ডার বিক্রমকে কাছ থেকে দেখতে হলে চলে আসুন নিউটাউনের এই মণ্ডপে

সুজয় পাল | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 18, 2023 | 7:01 PM

Durga Puja 2023: সাংস্কৃতিক উপসমিতির দুর্গা মণ্ডপটি তৈরি হয়েছে চন্দ্রযান ৩ এর থিমে। নীল রঙের আলো মাতৃমূর্তিকে এক অসামান্য রূপ দিয়েছে। গোটা মণ্ডপটি তৈরি হচ্ছে হুবহু চন্দ্রযান ৩-এর অনুকরণে। ল্যান্ডার বিক্রমও কিন্তু বাদ পড়েনি তাদের থিম থেকে।

Durga Puja 2023: ল্যান্ডার বিক্রমকে কাছ থেকে দেখতে হলে চলে আসুন নিউটাউনের এই মণ্ডপে
চন্দ্রযান ৩ এর আদলে মণ্ডপ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: চন্দ্রযান ৩ কাছ থেকে দেখতে চান? তাহলে চলে আসুন নিউটাউন স্কুলের কাছে। কলকাতায় বড়ো-বড়ো থিমের পুজোকে টেক্কা দিতে একাই একশো এই মণ্ডপ। তার থেকেও বড় আকর্ষণ এই মণ্ডপের পুজো উদ্বোধন করবেন ইসরোর ৩ প্রোজেক্টের অন্যতম ডিরেক্টর তথা বিজ্ঞানী সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের বাবা দেবদাস চট্টোপাধ্যায় ও শ্রীমতি নন্দিতা চট্টোপাধ্যায়।

সাংস্কৃতিক উপসমিতির দুর্গা মণ্ডপটি তৈরি হয়েছে চন্দ্রযান ৩ এর থিমে। নীল রঙের আলো মাতৃমূর্তিকে এক অসামান্য রূপ দিয়েছে। গোটা মণ্ডপটি তৈরি হচ্ছে হুবহু চন্দ্রযান ৩-এর অনুকরণে। ল্যান্ডার বিক্রমও কিন্তু বাদ পড়েনি তাদের থিম থেকে।

মণ্ডপটি রাত্রি আটটা নাগাদ উদ্বোধন করবেন বিজ্ঞানী সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের বাবা দেবদাস চট্টোপাধ্যায় ও শ্রীমতি নন্দিতা চট্টোপাধ্যায়। যেহেতু সৌম্যজিৎবাবু প্রোজেক্ট আদিত্যর কাজে ব্যস্ত রয়েছেন, সেই কারণে ব্যাঙ্গালোর থেকে ভিডিয়ো কলে থাকবেন তিনি। পুজো উদ্যোক্তা পিনাকি চট্টোপাধ্যায় বলেন, “চন্দ্রযান ৩ এর সাফল্যে আমরা খুশি হয়েছি। তখন থেকেই আমরা ভেবেছিলাম এবার আমাদের মণ্ডপ চন্দ্রযান ৩ এর আদলে করব। সেই কারণেই এই প্রয়াস।”

Next Article