Durga Puja: আধুনিকতা ও ঐতিহ্যের মিশেল কলকাতা, নজরকাড়া থিম রাজডাঙা নব উদয় সংঘের

Sayanta Bhattacharya | Edited By: Sukla Bhattacharjee

Oct 14, 2023 | 9:06 PM

Durga Puja 2023: আধুনিকতার মধ্যেও উৎসবের ঐতিহ্যকে তুলে ধরে বিশ্ববাসীকে সাদর আমন্ত্রণ জানায়। একদিকে উত্তর আধুনিকতা এবং অন্যদিকে ঐতিহ্যময়তা - এই দুইয়ের মিশেলে যে কলকাতা, যেখানে আজও প্রাণস্পন্দন দোলা জাগায়, সেটাই এবছর গড়ে তোলা হয়েছে রাজডাঙা নব উদয় সংঘের থিমে।

Durga Puja: আধুনিকতা ও ঐতিহ্যের মিশেল কলকাতা, নজরকাড়া থিম রাজডাঙা নব উদয় সংঘের
রাজডাঙার পুজোর থিমে কলকাতা।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: অষ্টাদশ শতকে কলিকাতা, গোবিন্দপুর ও সুতানুটি নিয়ে গড়ে উঠেছে কলকাতা (Kolkata) শহর। তারপর যুগের সঙ্গে তাল মিলিয়ে বহুল পরিবর্তন হয়েছে শহর কলকাতার। বেড়েছে জনসংখ্যা, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে আবাসস্থল। ধীরে-ধীরে তিলোত্তমা হয়ে উঠেছে ‘কল্লোলিনী কলকাতা’। বর্তমানে তো অন্যতম আধুনিক শহরের নাম কলকাতা। তবে পাশ্চাত্যের আধুনিকতার ছোঁয়া এলেও পুরানো সংস্কৃতি, ঐতিহ্য ভোলেনি কলকাতা। আর এটাই কলকাতার বৈশিষ্ট্য। তাই বাংলা তথা কলকাতার বৃহত্তম সর্বজনীন উৎসব দুর্গাপুজোয় কলকাতার সেই প্রাণস্পন্দনেরই খোঁজ করেছে রাজডাঙা নব উদয় সংঘ (Rajdanga Naba Uday Sangha)। আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের মিশেল যে কলকাতা, সেটাই দক্ষিণ কলকাতার রাজডাঙা নব উদয় সংঘের এবারের থিম (Puja Theme)।

প্রতি বছরই মণ্ডপ ও প্রতিমায় কলকাতার অন্যান্য পুজো মণ্ডপগুলির সঙ্গে রীতিমতো টেক্কা দেয় রাজডাঙা নব উদয় সংঘ। নিত্য-নতুন থিমের মাধ্যমে নজরকাড়া মণ্ডপ ও প্রতিমা দর্শকদের মন জয় করে নেয়। এবারও তার ব্যতিক্রম ঘটবে না বলেই আশাবাদী রাজডাঙা নব উদয় সংঘের পুজো উদ্যোক্তারা। তাঁদের কথায়, “আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের মিশেল হল কলকাতা। এখনও পুরানো সংস্কৃতি নিয়ে, আধুনিকতার মধ্যে কীভাবে ঐতিহ্যবাহী কলকাতা বেঁচে রয়েছে, সেটাই তুলে ধরা হয়েছে এই মণ্ডপের মাধ্যমের। থিমের সঙ্গে মানানসই প্রতিমা করা হচ্ছে।”

বর্তমানে আমাদের বাস সম্পূর্ণভাবে ইট-কাঠ কংক্রিটের মধ্যে। কিন্তু, আমাদের মন ইট-কাঠ কংক্রিটে পূর্ণ হয়ে যায়নি। শিকড়ের প্রতি টান আমরা সর্বদা অনুভব করি। কলকাতা উত্তর আধুনিকতায় সমৃদ্ধ। কিন্তু, ঐতিহ্যময়তাকেও বিসর্জন দেয়নি। আকাশচুম্বি বহুতল, বড়-বড় পাকা রাস্তা, ব্রিজ, জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ সহ্য করেও কল্লোলিনী কলকাতা আজও পুরানো মঙ্গলঘট ভরে বাংলার ঘরের মেয়ের মতোই উমাকে স্বাগত জানায়। আধুনিকতার মধ্যেও উৎসবের ঐতিহ্যকে তুলে ধরে বিশ্ববাসীকে সাদর আমন্ত্রণ জানায়। একদিকে উত্তর আধুনিকতা এবং অন্যদিকে ঐতিহ্যময়তা – এই দুইয়ের মিশেলে যে কলকাতা, যেখানে আজও প্রাণস্পন্দন দোলা জাগায়, সেটাই এবছর গড়ে তোলা হয়েছে রাজডাঙা নব উদয় সংঘের থিমে। তাই এই থিমের নাম দেওয়া হয়েছে, ‘পরম্পরা’।

মণ্ডপ নির্মাণের সহ শিল্পী অভিজিৎ মণ্ডল বলেন, “ইট-কাঠের শহর কলকাতা। এগুলি দিয়েই মণ্ডপ সাজিয়ে তোলা হচ্ছে।” তবে ইট-কাঠ, লোহার কাঠামোর পাশাপাশি প্রাণের স্পন্দন বোঝাতে পানের বরজ এলাকায় ব্যবহৃত শনের মতো উপকরণও ব্যবহার করা হয়েছে মণ্ডপসজ্জায়। অভিজিৎ মণ্ডলের কথায়, “ঐতিহ্য ও আধুনিকতার সমন্বিত করাই আমাদের কাজ।” তাই ঐতিহ্য ও আধুনিকতার মিশেল কলকাতাকে চিনতে হলে আসতেই হবে রাজডাঙা নব উদয় সংঘে।

Next Article