Mahalaya 2025: মহালয়ায় কেমন প্রস্তুতি থাকছে কলকাতা পুলিশের?

Durga Puja 2025: অন্যদিকে পুজোয় পুলিশি নিরাপত্তা নিয়েও একদিন আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার। স্পষ্ট বলেছিলেন, “পুজোর দিনগুলিতে অনেক এক্সট্রা ম্যান পাওয়ার থাকছে। ট্র্যাফিক নিয়ন্ত্রণের উপর আলাদা করে জোর দেওয়া হবে।”

Mahalaya 2025: মহালয়ায় কেমন প্রস্তুতি থাকছে কলকাতা পুলিশের?
কী জানাচ্ছে পুলিশ? Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Sep 20, 2025 | 4:11 PM

কলকাতা: মহালয়া থেকেই মাঠে থাকছে পুলিশ। থাকছে অতিরিক্ত বাহিনী। শুক্রবারই এ কথা বলে দিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এদিকে রাত পোহালেই আবার মহালয়া। তার জন্যও তৎপরতা শুরু করে দিয়েছে পুলিশ। ঘাটে ঘাটে হবে তর্পণ। সে কারণেই বাড়তি নজর দেওয়া হচ্ছে শহরের ঘাটগুলিতে। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে পুরোদমে। 

শহরের ৩৮টি ঘাটে তর্পণের ব্যবস্থা করেছে কলকাতা রিভার ট্রাফিক পুলিশ। প্রতিটি ঘাটে দু’জন করে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মী থাকবে। এছাড়াও দুটি স্পিড বোর্ড ও চারটি লঞ্জ দিয়ে রিভার ট্রাফিক পুলিশ নজরদারি চালাবে। সকাল ৯.৪৪ মিনিটে কলকাতায় জোয়ারের সময় বাড়তি নজর রাখা হবে বলে পুলিশ সূত্রে খবর। একইসঙ্গে প্রতিটি থানা এলাকায় গঙ্গার ঘাটে বাড়তি পুলিশ মোতায়েন থাকবে। 

অন্যদিকে পুজোয় পুলিশি নিরাপত্তা নিয়েও একদিন আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার। স্পষ্ট বলেছিলেন, “পুজোর দিনগুলিতে অনেক এক্সট্রা ম্যান পাওয়ার থাকছে। ট্র্যাফিক নিয়ন্ত্রণের উপর আলাদা করে জোর দেওয়া হবে। বড় বড় পুজো যেগুলি থাকছে সেখানে ভিড় নিয়ন্ত্রণে বিশেষ জোর দেওয়া হচ্ছে। সারারাত পুলিশ থাকবে। রাত ২ থেকে সকাল ৬টা পর্যন্তও অতিরিক্ত পুলিশ এবার থাকছে।”  ইতিমধ্যেই, PWD, KMC এবং CESC সঙ্গে একাধিক বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে পুলিশ। বিসর্জন নিয়েও তৎপরতা তুঙ্গেয। পোর্টের সঙ্গে বৈঠক হয়েছে। সোজা কথায় মহালয়া থেকেই সবরকমভাবে প্রস্তুত থাকতে চাইছে কলকাতা পুলিশ। পুজোর প্রতিটা দিন আলাদা করে জোর দেওয়া হচ্ছে মধ্যরাতের নিরাপত্তার দিকেও।