Durga puja Carnival: কার্নিভালের জন্য মোতায়েন থাকছে প্রচুর পুলিশ, বন্ধ থাকবে কলকাতার এই রোড
Durga Puja 2025: কলকাতা পুলিশ সূত্রে খবর, রবিবার রেড রোডে প্রচুর সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন থাকছেন। জানা যাচ্ছে, ১০৬ টি পুজো কমিটি পুজোর কার্নিভালে অংশগ্রহণ করবে। আর সেই কারণে আগামিকাল বন্ধ থাকবে খিদিরপুর রোড থেকে রেড রোড। এছাড়াও রেড রোড সংলগ্ন এলাকার প্রতিমা রাখা শুরু হবে আজ রাত থেকে।

কলকাতা: পুজো শেষ হয়েছে। আর রবিবার রেড রোডে হবে পুজো কার্নিভাল। প্রতিবারের মতো এবারও একাধিক নামী-দামি পুজো কমিটিগুলি অংশ নেবে এই কার্নিভালে। প্রধান অতিথি হিসাবে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। তাঁর সঙ্গে থাকবেন বিশিষ্ট অতিথিরাও। আর সেই কারণে নিরাপত্তায় কোনও রকম ফাঁক-ফোকড় রাখতে চাইছে না পুলিশ।
কলকাতা পুলিশ সূত্রে খবর, রবিবার রেড রোডে প্রচুর সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন থাকছেন। জানা যাচ্ছে, ১০৬ টি পুজো কমিটি পুজোর কার্নিভালে অংশগ্রহণ করবে। আর সেই কারণে আগামিকাল বন্ধ থাকবে খিদিরপুর রোড থেকে রেড রোড। এছাড়াও রেড রোড সংলগ্ন এলাকার প্রতিমা রাখা শুরু হবে আজ রাত থেকে। ক্যানিভালের সময় প্রতিটি প্রতিমার সঙ্গে একজন করে কর্তব্যরত পুলিশ দায়িত্বে থাকবেন। প্রতিটি পুজোর মধ্যে কিছু দুরত্ব রাখা হবে। রবিবার সকাল থেকেই কলকাতা পুলিশের একাধিক পদস্থ আধিকারিকরা নজরদারি চালাবেন। বিদেশি আমন্ত্রিতদের জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে।
এ দিকে, কালই আবার ‘খোলা হাওয়া’ নামে একটি সংগঠন মিছিল করবে কলেজ স্ট্রিট থেকে। সম্প্রতি কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। তারই প্রতিবাদে এই মিছিল হবে। কলকাতা হাইকোর্ট শর্তসাপেক্ষে এই মিছিলের অনুমতি দিয়েছে। অপরদিকে কার্নিভাল উপলক্ষে অতিরিক্ত মেট্রো পরিষেবা দিতে চলেছে কলকাতা মেট্রো। শুক্রবার নির্দেশিকা জারি করে তারা জানিয়েছে, আগামিকাল রাতে ব্লু লাইন ও গ্রীন লাইনে রাতে চলবে অতিরিক্ত মেট্রো। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ওইদিন অর্থাৎ রবিবার মোট ৬টি বিশেষ ট্রেন (৩টি আপ ও ৩টি ডাউন) চালানো হবে। প্রতিটি ট্রেনের মধ্যে ব্যবধান থাকবে প্রায় ২০ মিনিট। কার্নিভালের দিনই রাতে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতে সাধারণ যাত্রীদের যাতে যাতায়াতে অসুবিধা না হয় করতে পারেন, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ করা হয়েছে তাদের তরফে। ফলত, কার্নিভালের জন্য যে শহজজুড়ে সাজো-সাজো রব তা বলার অপেক্ষা রাখে না।
