Durga Puja Carnival 2023: কার্নিভাল দেখতে যাবেন? চিন্তা নেই শুক্রবার চলবে অতিরিক্ত বাস-মেট্রো, জানুন সময়-সূচি

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 26, 2023 | 6:42 AM

Durga Puja Carnival 2023: মেট্রো রেল সূত্রে খবর, কার্নিভাল উপলক্ষে মধ্যরাত পর্যন্ত পরিষেবা চালু রাখার কথা জানিয়েছে কলকাতা মেট্রো। আগামিকাল ২৫২টি রেক চালানো হবে। যা প্রতিদিন চালানো হয়ে থাকে ২৩৪টি। ওই দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রোও একই সময়ে ছাড়বে।

Durga Puja Carnival 2023: কার্নিভাল দেখতে যাবেন? চিন্তা নেই শুক্রবার চলবে অতিরিক্ত বাস-মেট্রো, জানুন সময়-সূচি
পুজো কার্নিভালের দিন চলবে অতিরিক্র বাস মেট্রো
Image Credit source: File

Follow Us

কলকাতা: দুর্গাপুজো শেষ হয়েও যেন হয়নি। কারণ এখনও বাকি রয়েছে পুজো কার্নিভাল। আর কার্নিভাল উপলক্ষে শহরে সমাগম হয় কয়েক হাজার মানুষের। রেড রোডে কার্নিভালে যোগ দিতে একদিকে যেমন থাকেন পুজো উদ্যোক্তরা, অন্যদিকে, এই কার্নিভাল দেখতে আসেন হাজার-হাজার মানুষ। তাই তাঁদের কথা মাথায় রেখে শুক্রবার অতিরিক্ত মেট্রো চালু রাখার সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ।

মেট্রো রেল সূত্রে খবর, কার্নিভাল উপলক্ষে মধ্যরাত পর্যন্ত পরিষেবা চালু রাখার কথা জানিয়েছে কলকাতা মেট্রো। আগামিকাল ২৫২টি রেক চালানো হবে। যা প্রতিদিন চালানো হয়ে থাকে ২৩৪টি। ওই দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রোও একই সময়ে ছাড়বে। সকাল ৭টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে প্রথম মেট্রো ছাড়বে। আর রাত ১০টা ৫৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী দিনের শেষ মেট্রো ছাড়বে। অপরদিকে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়। দমদম থেকে কবি সুভাষগামী শেষ ছাড়বে ১১টা ১০ মিনিটে। কবি সুভাষ থেকে দমদমের দিকের শেষ মেট্রো ছাড়বে রাত ১১টা ১০-এ।

তবে শুধু মেট্রো নয়, একই সঙ্গে রাজ্য সরকারের তরফেও ওই দিন অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য পরিবহণ দফতর সূত্রে খবর, এসপ্ল্যানেড থেকে বিভিন্ন রুটে ২৩টি বিশেষ বাস চালানো হবে। এই সগুলি চলবে মধ্যরাত পর্যন্ত। এসপ্ল্যানেড-গড়িয়া, এসপ্ল্যানেড-নিউ টাউন, এসপ্ল্যানেড-ডানলপ, এসপ্ল্যানেড পাটুলি, এসপ্ল্যানেড-যাদবপুর ও বিমানবন্দর-নবান্ন রুটে চালানো হবে অতিরিক্ত বাস।

Next Article