Durga Puja 2025: সূচনা দেবীপক্ষের, মহালয়ার ভোরে ঘাটে-ঘাটে চলছে তর্পণ, নজরদারি রাখতে উড়ছে ড্রোন

Durga Puja: হাওড়ার চাঁদমারি ঘাটে ভিড় ছিল চোখে পড়ার মতো। একদম ভোরবেলায় প্রচুর মানুষ পূর্ব পুরুষকে জল-তিল-অন্ন তর্পণ করতে ঘাটে-ঘাটে ভিড় জমিয়েছেন। তবে শুধু এই চাঁদমারি ঘাট নয়, প্রতিটি ঘাটেই থিক-থিক করছে মানুষের ভিড়। প্রচুর মানুষ পূর্ব-পুরুষদের তর্পণ অর্পণ করতে গঙ্গার ঘাটে এসেছেন।

Durga Puja 2025: সূচনা দেবীপক্ষের, মহালয়ার ভোরে ঘাটে-ঘাটে চলছে তর্পণ, নজরদারি রাখতে উড়ছে ড্রোন
ঘাটে ঘাটে তর্পণImage Credit source: Tv9 Bangla

Sep 21, 2025 | 6:33 AM

কলকাতা: আজ মহালয়া। পিতৃপক্ষের অবসানে সূচনা দেবীপক্ষের। গঙ্গার ঘাটে-ঘাটে সকাল থেকেই পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ আম-বাঙালির। বাবুঘাট-বাগবাজার-শোভাবাজার-নিমতলা সহ একাধিকঘাটে মহালয়ার পুণ্য লগ্নে পিতৃতর্পণ ভোর থেকেই। তবে শুধু কলকাতা নয়, রাজ্যেপ বিভিন্ন জেলাতেও দেখা যাচ্ছে একই ছবি। তর্পণ নিয়ে সতর্ক পুলিশ। দুর্ঘটনা এড়াতে রাখা হয়েছে বাড়তি ফোর্স। অপ্রীতিকর ঘটনা এড়াতে গঙ্গাবক্ষে টহল রিভার ট্রাফিক পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের।

হাওড়ার চাঁদমারি ঘাটে ভিড় ছিল চোখে পড়ার মতো। একদম ভোরবেলায় প্রচুর মানুষ পূর্ব পুরুষকে জল-তিল-অন্ন তর্পণ করতে ঘাটে-ঘাটে ভিড় জমিয়েছেন। তবে শুধু এই চাঁদমারি ঘাট নয়, প্রতিটি ঘাটেই থিক-থিক করছে মানুষের ভিড়। প্রচুর মানুষ পূর্ব-পুরুষদের তর্পণ অর্পণ করতে গঙ্গার ঘাটে এসেছেন। তর্পণ চলছে দিঘা, বীরভূমের তিলপাড়া জলাধার, বাঁকুড়ার সতীঘাটেও।

এ দিকে, মহলয়ার একদিন আগেই বড়-বড় পুজো মণ্ডপগুলির উদ্বোধন করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার শ্রীভূমি-টালা প্রত্যয়-হাতিবাগান সর্বজনীনের মতো পুজোগুলির উদ্বোধন করেন তিনি। সূচনা হয় ডেপুটি মেয়র অতীন ঘোষের হাতিবাগান সর্বজনীন থেকে। তবে মহালয়ার আগেই উদ্বোধন করা নিয়ে মমতা আগেভাগেই বলেন দেন, “আমি প্যান্ডেল উদ্বোধন করলাম।” তর্পণের আগে যে তিনি মাতৃ-মূর্তির উদ্বোধন করেন না সেই বিষয়টিও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

সুব্রত বন্দ্যোপাধ্যায়, হীরক মুখোপাধ্যায়, সৌভিক সরকারের রিপোর্ট