Durga Puja Weather Update: বর্ষাসুর কি বধ হয়ে গেল? সপ্তমী, অষ্টমীতে কেমন থাকবে আবহাওয়া, জানিয়ে দিল হাওয়া অফিস

West Bengal, Kolkata Weather Report: আজ সপ্তমীতে বৃষ্টি না হলেও, নিম্নচাপের ফাঁড়া কিন্তু কেটে যায়নি। আন্দামান সাগরের উপরে একটি ঘূর্ণাবত তৈরি হবে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। এই ঘূর্ণাবর্ত ঘনীভূত হবে ৩০ সেপ্টেম্বর, অষ্টমীতে।এর প্রভাবে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরের এলাকায় একটি নিম্নচাপ তৈরির সম্ভবনা রয়েছে ১ তারিখ অর্থাৎ নবমীর দিন।

Durga Puja Weather Update: বর্ষাসুর কি বধ হয়ে গেল? সপ্তমী, অষ্টমীতে কেমন থাকবে আবহাওয়া, জানিয়ে দিল হাওয়া অফিস
সপ্তমী-অষ্টমীতে কেমন থাকবে আবহাওয়া?Image Credit source: PTI

|

Sep 29, 2025 | 12:36 PM

কলকাতা: উৎসবের আমেজে মেতে সবাই। পুরোদমে চলছে ঠাকুর দেখা। আজ সপ্তমী। সকাল থেকেই হাজার হাজার মানুষ বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে। সকাল থেকেই আকাশও বেশ রোদ ঝলমলে। তাহলে কি বর্ষাসুরকে বধ করে দিলেন দেবী দুর্গা? সত্যি পুজোয় আর বৃষ্টি হবে না? আবহাওয়ার সেই আপডেটই জানাল আলিপুর আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ, ২৯ সেপ্টেম্বর কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ দিনভর অস্বস্তিকর গরম থাকবে, কারণ বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯৩ শতাংশ, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৬৩ শতাংশ।

সপ্তমী, অষ্টমীতে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।  দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

আজ সপ্তমীতে বৃষ্টি না হলেও, নিম্নচাপের ফাঁড়া কিন্তু কেটে যায়নি। আন্দামান সাগরের উপরে একটি ঘূর্ণাবত তৈরি হবে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। এই ঘূর্ণাবর্ত ঘনীভূত হবে ৩০ সেপ্টেম্বর, অষ্টমীতে।এর প্রভাবে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরের এলাকায় একটি নিম্নচাপ তৈরির সম্ভবনা রয়েছে ১ তারিখ অর্থাৎ নবমীর দিন। এই নিম্নচাপের জেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নবমী, দশমী ও একাদশীতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাদশীতে। কলকাতা সহ ১১টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

অষ্টমীতে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টি হবে, তেমনই উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেরও ৫ জেলায়, দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। দশমীতে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও সিকিমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাদশীতে উত্তরের সব জেলায় ভারী বৃষ্টি হতে পারে।