
কলকাতা: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate ) তরফে তলব করা হয় ইস্টবেঙ্গল (East Bengal Club) কর্তা দেবব্রত সরকারকে (Debabrata Sarkar)। সেই অনুযায়ী বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। সারদা চিটফান্ড সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্যই তলব করা হয়েছে তাঁকে। প্রায় ৫ ঘণ্টার জিজ্ঞাসাবাদেও সন্তুষ্ট নন গোয়েন্দা কর্তারা। তাই ফের তলব করা হয়েছে তাঁকে। এবার ইস্টবেঙ্গল ক্লাব সংক্রান্ত নথি নিয়ে আসতে বলা হয়েছে।
মঙ্গলবারই দেবব্রত সরকারকে তলব করে ইডি। জানা গিয়েছে কেন্দ্রীয় এই সংস্থা তাঁর থেকে কিছু প্রয়োজনীয় নথি চেয়ে পাঠায়। তিনি সেইসব নথি নিয়েই এ দিন যান ইডি দফতরে। সূত্রের খবর, এ দিন একাধিক প্রশ্নের উত্তর দেননি তিনি। তাঁর জবাবে সন্তুষ্ট নন ইডি কর্তারা। তাই আগামী মঙ্গলবার ফের তাঁকে আসতে বলা হয়েছে। এ দিন তাঁর নিজের সম্পত্তি সংক্রান্ত নথি ও ইস্টবেঙ্গল ক্লাব সংক্রান্ত নিয়ে যেতে হবে তাঁকে।
আরও পড়ুন: ‘ওই সাদা কাপড়ে কালি ছিটিয়ে দেখান তো’, জ্যোতি বসুর পর কার প্রশংসা করলেন মিঠুন?
অতীতে সারদা কর্তা সুদীপ্ত সেনের থেকে ইস্টবেঙ্গল ক্লাবের নামে স্পনসরশিপ বাবদ চার কোটি টাকা নেওয়ার অভিযোগ ছিল দেবব্রত সরকারের বিরুদ্ধে। সুদীপ্ত সেনের সহযোগী ও কোম্পানির এজেন্ট অরিন্দম দাসকেও তলব করা হয়েছিল এ দিন। এর আগে রোজভ্যালি কাণ্ডেও নাম জড়িয়েছে ক্লাবের। রোজভ্যালি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ক্লাবের হিসাবরক্ষক দেবদাস সমাজদারকে দু’বার ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।