‘অধিকারী এফেক্ট’? পূর্ব মেদিনীপুরের এসপিকে বদলি করল নবান্ন!

ঋদ্ধীশ দত্ত | Edited By: সুমন মহাপাত্র

Dec 04, 2020 | 7:49 PM

শুক্রবার দুপুরে নবান্নর তরফ এক নির্দেশিকা জারি করে জানানো হল, পূর্ব মেদিনীপুরের (East Midnapore) বর্তমান পুলিস সুপার (Superintendent of Police) আইপিএস সুনীল কুমার যাদবকে বদলি করা হচ্ছে।

‘অধিকারী এফেক্ট’? পূর্ব মেদিনীপুরের এসপিকে বদলি করল নবান্ন!
ফাইল চিত্র

Follow Us

পূর্ব মেদিনীপুর: এমন একটা সময় যখন পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক ‘আবহাওয়া’ বদল হওয়ার তীব্র সম্ভাবনা তৈরি হয়েছে, ঠিক সেই সময় জেলার এসপিকে বদল করার সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। শুক্রবার দুপুরে নবান্নর তরফ এক নির্দেশিকা জারি করে জানানো হল, পূর্ব মেদিনীপুরের (East Midnapore) বর্তমান পুলিস সুপার (Superintendent of Police) আইপিএস সুনীল কুমার যাদবকে বদলি করা হচ্ছে। তাৎপর্যপূর্ণভাবে, তাঁকে এমন এক পদে বদলি করা হয়েছে যা পুলিস মহলে ‘শাস্তিমূলক বদলি’ হিসেবে পরিচিত।

পূর্ব মেদিনীপুরের পুলিস সুপার সুনীল কুমার যাদবকে বদলি করে পাঠানো হয়েছে শিলিগুড়ির দেবগ্রামে RAF-এর কমান্ডান্ট হিসেবে। তাঁর জায়গায় পূর্ব মেদিনীপুরের নতুন পুলিস সুপারেনটেনডেন্ট হিসেবে যোগ দিচ্ছেন আইপিএস প্রবীণ প্রকাশ। এতদিন তিনি হাওড়া পুলিস কমিশনারেটে নর্থ জোনের ডিসি পদে কর্মরত ছিলেন। অন্যদিকে, শিলিগুড়ি দেবগ্রাম RAF কমান্ডান্ট হিসেবে কর্মরত আইপিএস অনুপম সিং স্থলাভিষিক্ত হয়েছেন হাওড়া পুলিস কমিশনারেটে নর্থ জোনের ডিসি হিসেবে।

আরও পড়ুন: এই ৯ মুখ একুশের নির্বাচনের হিসেব বদলে দিতে পারে

রাজ্য সরকারের তরফে অবশ্য এই বদলির প্রক্রিয়াকে ‘রুটিন’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে রাজনীতির কারবারিরা এর পিছনে ‘অধিকারী এফেক্টের’ গন্ধ পাচ্ছেন। কেননা, গত একমাস ধরে শুভেন্দু অধিকারী তাঁর রাজনৈতিক অবস্থান পরিষ্কার না করে জাতীয় প্রচার মাধ্যমের যাবতীয় আলো নিজের জেলার দিকে টেনে রেখেছেন। স্পষ্ট বোঝা যাচ্ছে, তাঁর সঙ্গে শাসকদলের মতানৈক্য কোন পর্যায়ে পৌঁছেছে। এই অবস্থায় পূর্ব মেদিনীপুরের এসপিকে অপেক্ষাকৃত ‘কম গুরুত্বপূর্ণ’ পদে বদলি করার পদক্ষেপে ‘রুটিন’ বদলি হতে পারে না বলেই ব্যখ্যা বিশ্লেষকদের।

আরও পড়ুন: মহারাষ্ট্র বিধান পরিষদ নির্বাচনে মুখ থুবড়ে পড়ল বিজেপি, খোশমেজাজে মহা-আগাড়ি জোট

Next Article