Sealdah Division: উচ্চমাধ্যমিকের জন্য স্টপেজ বাড়ল শিয়ালদহ ডিভিশনের একাধিক ট্রেনের

Sayanta Bhattacharya | Edited By: সায়নী জোয়ারদার

Feb 13, 2024 | 9:04 AM

Train: ১৬ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু। এদিন থেকে ১৭ ফেব্রুয়ারি, ১৯ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি, ২১ ফেব্রুয়ারি, ২২ ফেব্রুয়ারি, ২৩ ফেব্রুয়ারি, ২৪ ফেব্রুয়ারি, ২৭ ফেব্রুয়ারি, ২৮ ফেব্রুয়ারি ও ২৯ ফেব্রুয়ারি- মোট ১১ দিন এই পরিষেবা দেওয়া হবে।

Sealdah Division: উচ্চমাধ্যমিকের জন্য স্টপেজ বাড়ল শিয়ালদহ ডিভিশনের একাধিক ট্রেনের
স্টপেজ বাড়ানো হচ্ছে একাধিক লোকাল ট্রেনের।

Follow Us

কলকাতা: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর শোনাল পূর্ব রেল। ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে পূর্ব রেল বেশ কিছু ট্রেনের স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শিয়ালদহ ডিভিশনের শিয়ালদহ-রানাঘাট-কৃষ্ণনগর শাখায় যে সমস্ত ইএমইউ/ প্যাসেঞ্জার ট্রেন (আপ-ডাউন) সকাল ৮টা থেকে ৯টা ৪৫ ও দুপুর ১টা থেকে দুপুর আড়াইটের মধ্যে যাবে, সেগুলি পলতা, জগদ্দল, কাঁকিনাড়া, পায়রাডাঙা, জালাখালি হল্টে দাঁড়াবে। অন্যদিকে বারাসত-বনগাঁ শাখায় সংহতি ও বিভূতিভূষণ হল্টেও এই সময়ের মধ্যে যে সমস্ত ট্রেন যাবে তা দাঁড়াবে।

১৬ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু। এদিন থেকে ১৭ ফেব্রুয়ারি, ১৯ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি, ২১ ফেব্রুয়ারি, ২২ ফেব্রুয়ারি, ২৩ ফেব্রুয়ারি, ২৪ ফেব্রুয়ারি, ২৭ ফেব্রুয়ারি, ২৮ ফেব্রুয়ারি ও ২৯ ফেব্রুয়ারি- মোট ১১ দিন এই পরিষেবা দেওয়া হবে। শিয়ালদহ থেকে কৃষ্ণনগর যাওয়ার ট্রেন, শিয়ালদহ থেকে কাটোয়া যাওয়ার ট্রেন, শিয়ালদহ থেকে বনগাঁ যাওয়ার ট্রেনগুলি অতিরিক্ত স্টেশনেও দাঁড়াবে এই ১১ দিন।

অফিস টাইমে এরকম একাধিক প্যাসেঞ্জার ট্রেন থাকে যেগুলি সব স্টেশনে দাঁড়ায় না। তাতে পরীক্ষার্থীদের সমস্যার মুখে পড়তে হতে পারে। সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। মোট ২১টি ট্রেনের স্টপেজ বাড়ানো হবে।

Next Article