AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR in Bengal: বাংলার জন্য SIR পর্যবেক্ষক নিয়োগ কমিশনের! ‘জানতেই পারেনি’ নবান্ন

Nabanna on SIR: এই মর্মে নবান্ন কিংবা রাজ্যের মুখ্য সচিবের কাছেও কোনও চিঠি দেয়নি জাতীয় নির্বাচন কমিশন। সাধারণ ভাবে যে কোনও নিয়োগের আগে রাজ্য়ের সঙ্গে একটা চিঠি চালাচালি চলে। কিন্তু এক্ষেত্রে কোনওটাই হয়নি বলেই খবর।

SIR in Bengal: বাংলার জন্য SIR পর্যবেক্ষক নিয়োগ কমিশনের! 'জানতেই পারেনি' নবান্ন
জানতেই পারেনি নবান্নImage Credit: X
| Edited By: | Updated on: Nov 29, 2025 | 11:09 PM
Share

কলকাতা: বাংলায় এবার কমিশনের ‘স্পেশাল ১৩’। বিএলওদের নিরাপত্তা, রাজ্যের জুড়ে তৈরি হওয়া ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের ‘আতঙ্ক’ এবং তার জেরে মৃত্যু। সবটাই খতিয়ে দেখবে তাঁরা। খতিয়ে দেখবে কাজের গতিও। এক কথায় বাংলা নিয়ে আরও কড়া জাতীয় নির্বাচন কমিশন। নিযুক্ত করে ফেলেছে মোট ১২ জন আইএএস পদমর্যাদা সম্পন্ন আধিকারিক। পাঠিয়েছে এক বিশেষ পর্যবেক্ষককেও।

কিন্তু এই অবসার্ভার বা পর্যবেক্ষক নিয়োগের ব্যাপারে কিছুই জানত না নবান্ন। রাজ্য়ের সর্বোচ্চ প্রশাসনিক ভবন সূত্রে খবর, শুক্রবার নির্বাচন কমিশন তরফে রাজ্যের ১২ জন আইএএস পদমর্যাদা সম্পন্ন আধিকারিককে নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। দিনের দিন তাঁদের নাম প্রকাশ করেছে কমিশন। কিন্তু এই নাম প্রকাশ বাদে গোটা প্রক্রিয়াটাই হয়েছে ‘তলে তলে’।

এই মর্মে নবান্ন কিংবা রাজ্যের মুখ্য সচিবের কাছেও কোনও চিঠি দেয়নি জাতীয় নির্বাচন কমিশন। সাধারণ ভাবে যে কোনও নিয়োগের আগে রাজ্য়ের সঙ্গে একটা চিঠি চালাচালি চলে। কিন্তু এক্ষেত্রে কোনওটাই হয়নি বলেই খবর।

বহুতলে ভোটকেন্দ্র

ভোটের সময় বেশি সংখ্যক ভোটকেন্দ্র তৈরির জন্য নতুন ভাবনা-চিন্তা শুরু করেছে নির্বাচন কমিশন। বহুতলেও তৈরি হতে পারে ভোটকেন্দ্র। ইতিমধ্য়েই সেই মর্মে একটি নির্দেশিকাও পাঠিয়ে দিয়েছে কমিশন। রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো নির্দেশিকায় জাতীয় নির্বাচন কমিশন বলেছে, গোটা দেশের মতো পশ্চিমবঙ্গেও বস্তি এলাকা, উঁচু বহুতল আবাসন এবং গেটেড কমপ্লেক্সে নতুন ভোটকেন্দ্র তৈরি করতে হবে।

শুক্রবার এল নির্দেশ। শনিবার জেলাশাসকদের কাছে তালিকা চাইলেন রাজ্য়ের সিইও মনোজ আগরওয়াল। সূত্রের খবর, এদিন জেলাশাসকদের সঙ্গে বৈঠকে কোন কোন বহুতলে ভোটকেন্দ্র তৈরি করা যেতে পারে, তার একটি তালিকা চেয়েছেন সিইও। ৪ তারিখের মধ্যে সেই তালিকা পাঠাতে হবে জেলাশাসকদের। কেন এই ভোটকেন্দ্র নিয়ে দেরি হচ্ছে? জেলাশাসকদের সেই প্রশ্নও করেছেন সিইও।