Pratik Jain-IPAC: বাইরে নয়, প্রতীক জৈনের বাড়ির ভিতরে সেদিন কী হল, ‘বড় প্রমাণ’ নিয়ে এসেছে ED

ED on IPAC: ৭ নম্বর লউডন স্ট্রিটের বাড়ির সামনে পেল্লায় গেট। সেই বাড়িতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে তল্লাশি চালাচ্ছিল ইডি। কয়লা পাচার মামলায় তল্লাশি চালানো হচ্ছিল। সেই বাড়ির বাইরেই গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে বেরিয়ে আসতে দেখা যায়। ইডি-র অভিযোগ, বাড়ির ভিতরে সে দিন তল্লাশিতে বাধা দেওয়া হয়েছিল।

Pratik Jain-IPAC: বাইরে নয়, প্রতীক জৈনের বাড়ির ভিতরে সেদিন কী হল, বড় প্রমাণ নিয়ে এসেছে ED

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 10, 2026 | 6:22 PM

কলকাতা: গত বৃহস্পতিবার আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়ির বাইরে ঠিক কী ঘটেছে, তা সংবাদমাধ্যমে স্পষ্ট দেখা গিয়েছে। সবাই দেখেছেন, কীভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ওই ব্যবসায়ীর বাড়ি থেকে সবুজ ফাইল হাতে বেরিয়ে এসেছেন। কিন্তু বাড়ির ভিতরে ঠিক কী হল, সেদিন কতটা তৎপর ছিল পুলিশ, সেই প্রমাণ নিয়ে এসেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

৭ নম্বর লউডন স্ট্রিটের বাড়ির সামনে পেল্লায় গেট। সেই বাড়িতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে তল্লাশি চালাচ্ছিল ইডি। কয়লা পাচার মামলায় তল্লাশি চালানো হচ্ছিল। সেই বাড়ির বাইরেই গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে বেরিয়ে আসতে দেখা যায়। ইডি-র অভিযোগ, বাড়ির ভিতরে সে দিন তল্লাশিতে বাধা দেওয়া হয়েছিল।

প্রতীক জৈনের বাড়ি ও অফিস থেকে ইডি যে তেমন কিছুই উদ্ধার করতে পারেনি, তেমনটাই সূত্রের খবর। কিন্তু, কীভাবে তাঁদের বাধা দেওয়া হয়েছিল, সেই প্রমাণ নাকি আছে। ইডি সূত্রে খবর, দুটি ফুটেজ আছে তাদের কাছে- একটিতে দেখা যাচ্ছে, এক সিআরপিএফ জওয়ানকে ধাক্কা দিচ্ছেন এক পুলিশ অফিসার। আর দ্বিতীয় ফুটেজে রয়েছে প্রতীক জৈনের বাড়ির ভিতরের বচসার ছবি। কীভাবে বাধা দেওয়া হয়েছিল, সেই প্রমাণ রয়েছে ইডি-র হাতে।

ঠিক সময়ে প্রয়োজন হলে আদালতে বা কোনও তদন্তকারী সংস্থার হাতে ওই প্রমাণ তুলে দেবে ইডি। ইতিমধ্যেই সিবিআই তদন্তের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।