কলকাতা: ইডি-র ডেপুটি ডিরেক্টরকে তলব রাজ্য গোয়েন্দা দফতরের। সূত্রের খবর, রবিবার ভবানী ভবনে ইডি কর্তা গৌরব ভারিলকে ডেকে পাঠানো হয়েছে। সকাল এগারোটা নাগাদ তাঁর যাওয়ার কথা রয়েছে সেখানে। সিআরপিসির ১৬০ ধারায় সিআইডি-র অফিসে ডাকা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডেপুটি ডিরেক্টরকে। এর পাশাপাশি সিআরপিসি-র ৯১ ধারায় অভিযোগ সংক্রান্ত বেশ কিছু নথি নিয়েও হাজির হতে বলা হয়েছে ইডির ওই পদস্থ আধিকারিককে।
গত ৫ ই জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছিলেন ইডি আধিকারিকরা। অভিযোগ, শেখ শাহজাহান দলবদল জুটিয়ে হামলা করায় কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকদের উপর। ভাঙচুর করা হয় গাড়ি কাচ। মাথা ফাটে অফিসারদের। হাসপাতালেও ভর্তি থাকতে হয় তাঁদের। এমনকী আহত হন নিরাপত্তারক্ষীরাও।
সিআইডি সূত্রে খবর, যার ভিত্তিতে এই অভিযোগ হয়েছিল তিনি ছিলেন এই ইডি কর্তা গৌরব ভারিল। সেই অভিযোগ সংক্রান্তই ইডি কর্তার বয়ান ও জিজ্ঞাসাবাদ করতে চাইছেন সিআইডি আধিকারিকরা। সেই কারণেই গৌরব ভারিলকে ডেকে পাঠানো হয়েছে বলে খবর।
বস্তুত, ৫ই জানুয়ারি ইডির উপর হামলার ঘটনায় গ্রেফতার হয়েছেন শেখ শাহজাহান। বসিরহাট আদালতে পেশ করা হলে, শাহজাহানের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। এরপর তদন্ত ভার হাতে নেয় রাজ্য গোয়েন্দা দফতর সিআইডি। তাই তদন্তের স্বার্থেই ইডি কর্তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন রাজ্যের গোয়েন্দা আধিকারিকরা। তবে ইডি সূত্রে খবর, তারা এখনও কোনও নোটিস পাননি। তাই এখন এটাই দেখার আদৌ গৌরব ভারিল ভবানী ভবন যান কি না।