Enforcement Directorate: এবার থেকে আটঘাট বেঁধে অভিযান, ED অফিসারদের বুঝিয়ে দিলেন রাহুল নবীন

সুজয় পাল | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 10, 2024 | 11:21 AM

Enforcement Directorate: সম্প্রতি কলকাতায় এসেছিলেন ইডি-র ডিরেক্টর রাহুল নবীন। অফিসারদের সঙ্গে বৈঠকও করেন তিনি। সূত্রের খবর, সেই বৈঠকে তিনি বার্তা দিয়েছেন, যে কোনও অভিযানে গেলে আরও সমন্বয় বাড়াতে হবে। যেখানে অভিযান চালানো হবে সেই জায়গা সম্পর্কে আরও ভাল করে খোঁজখবর নিতে হবে।

Enforcement Directorate: এবার থেকে আটঘাট বেঁধে অভিযান, ED অফিসারদের বুঝিয়ে দিলেন রাহুল নবীন
ইডি-র টিম
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

কলকাতা: শাহজাহান শেখের ডেরায় গিয়ে রক্তাক্ত হতে হয়েছে একাধিক ইডি অফিসারদের। যে ভাবে হাজার খানেক মানুষ কেন্দ্রীয় সংস্থার আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর আক্রমণ করেছে, তা কার্যত নজিরবিহীন। সন্দেশখালির ওই ঘটনার পর একদিকে সুরক্ষা বাড়ানো হয়েছে সিআরপিএফ জওয়ানদের, অন্যদিকে ইডি আধিকারিকদেরও দেওয়া হল বিশেষ বার্তা। পরবর্তীতে অভিযানে গেলে কী করতে হবে, তা আধিকারিকদের বুঝিয়ে দিয়েছেন ইডি-র ডিরেক্টর রাহুল নবীন। গত ২ বছরে রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। কোটি কোটি নগদ টাকাও উদ্ধার করা হয়েছে। তবে এভাবে আক্রান্ত হতে হয়নি এর আগে। এবার থেকে তাই সাবধান হওয়ার কথা বললেন ডিরেক্টর।

সম্প্রতি কলকাতায় এসেছিলেন ইডি-র ডিরেক্টর রাহুল নবীন। অফিসারদের সঙ্গে বৈঠকও করেন তিনি। সূত্রের খবর, সেই বৈঠকে তিনি বার্তা দিয়েছেন, যে কোনও অভিযানে গেলে আরও সমন্বয় বাড়াতে হবে। যেখানে অভিযান চালানো হবে সেই জায়গা সম্পর্কে আরও ভাল করে খোঁজখবর নিতে হবে। সবদিক থেকে আটঘাট বেঁধে অভিযানে নামতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি।

এলাকার মানচিত্র বুঝে, এলাকাটা কেমন সেটা খতিয়ে দেখে নিরাপত্তার জন্য বাহিনী মোতায়েন করতে হবে বলেও উল্লেখ করেছেন ইডি-র শীর্ষকর্তা। অফিসারদের পাশে থাকার কথা বলেছেন ডিরেক্টর। এছাড়া, তদন্তের ক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছে, তদন্ত এমনভাবে করতে হবে যাতে বিচার শেষে সাজা সুনিশ্চিত করা যায়।

গত সপ্তাহে রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালির তৃণমূল নেতার খোঁজে গিয়েছি ইডি। জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বলে পরিচিত শেখ শাহজাহানের বাড়িতে প্রবেশ করতে গিয়ে আক্রমণের মুখে পড়তে হয় ইডি-কে। মাথা ফাটে তদন্তকারীদের। সিআরপিএফ-এর গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। এরপর সুরক্ষা বাড়াতে সিআরপিএফ জওয়ানদের বিশেষ ধরনের হেলমেট, ঢাল বাধ্যতামূলকভাবে ব্যবহার করার কথা বলা হয়েছে।

Next Article