IPAC-কাণ্ডের পর এবার বড় সিদ্ধান্ত নিতে পারে ED, একের পর এক জামিন ভাবাচ্ছে এজেন্সিকে

ED on IPAC: শুক্রবারের বৈঠকে অফিসারদের থেকে ডিরেক্টর শুনেছেন আইপ্যাক কান্ডের তল্লাশিতে ঠিক কী কী হয়েছিল। সূত্রের খবর অফিসার আরও জানতে চেয়েছেন, তল্লাশির মাঝে মুখ্যমন্ত্রী যখন প্রবেশ করেছিলেন, তখন তাঁর সঙ্গে আর কোন কোন পুলিশ কর্তা ছিলেন। এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে চান। নিম্ন আদালতে ইতিমধ্যেই বালি পাচার-কয়লা পাচার মামলা বিচারাধীন। সেই সব মামলায় যাঁরা বিশেষ সরকারি আইনজীবী ছিলেন, তাঁদের সঙ্গে কথা বলেন রাহুল নবীন, আইনি পরামর্শ তাঁদের দেওয়া হয়।

IPAC-কাণ্ডের পর এবার বড় সিদ্ধান্ত নিতে পারে ED, একের পর এক জামিন ভাবাচ্ছে এজেন্সিকে
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 24, 2026 | 7:42 AM

কলকাতা: কয়লা পাচার ও আইপ্যাক তদন্তে বিশেষ দল গঠনের ভাবনার কথা জানিয়ে গেলেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। দিল্লির অফিসারদের সঙ্গে কলকাতার ইডি অফিসারদের রেখে এই যৌথ বিশেষ তদন্তকারী দল গঠন করতে চান নবীন। সূত্রের খবর, শুক্রবার কলকাতায় এসে বৈঠকে সেই কথাই জানিয়েছেন তিনি।

পুরনো যে কয়লা পাচার মামলায় চলতি মাসে আইপ্যাক দফতরে ইডি তল্লাশি চালাতে গিয়েছিল, সেই মামলাটি দিল্লিতে শুরু হয়েছিল। কিন্তু তদন্তে দেখা গিয়েছে, এই অপরাধের শিকড় বাংলাতেই রয়েছে। যার সঙ্গে হাওয়ালা নেটওয়ার্কও সক্রিয়ভাবে যুক্ত বলে ইডি সূত্রে খবর। সেই কারণেই দিল্লির অফিসারদের সঙ্গে কলকাতার অফিসারদের মিলিয়ে এই তদন্তকারী দল গঠন করার ভাবনার কথা জানিয়েছেন রাহুন নবীন।

শুক্রবারের বৈঠকে অফিসারদের থেকে ডিরেক্টর শুনেছেন আইপ্যাক কান্ডের তল্লাশিতে ঠিক কী কী হয়েছিল। সূত্রের খবর অফিসার আরও জানতে চেয়েছেন, তল্লাশির মাঝে মুখ্যমন্ত্রী যখন প্রবেশ করেছিলেন, তখন তাঁর সঙ্গে আর কোন কোন পুলিশ কর্তা ছিলেন। এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে চান। নিম্ন আদালতে ইতিমধ্যেই বালি পাচার-কয়লা পাচার মামলা বিচারাধীন। সেই সব মামলায় যাঁরা বিশেষ সরকারি আইনজীবী ছিলেন, তাঁদের সঙ্গে কথা বলেন রাহুল নবীন, আইনি পরামর্শ তাঁদের দেওয়া হয়। কেন নিম্ন আদালতে এখনও একাধিক মামলায় বিচার শুরু হচ্ছে না, তা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন তিনি। জানতে চেয়েছেন, কেন গুরুত্বপূর্ণ মামলাগুলিতে একের পর এক অভিযুক্তের জামিন হচ্ছে?

নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া যাতে দ্রুত হয়, সে ব্যাপারে নির্দেশ দিয়েছেন রাহুল নবীন। অভিযুক্তদের জামিন আটকাতে আইনজীবীদের তৎপর হওয়ার পরামর্শ দিয়েছেন বলেও সূত্রের খবর। আদালতের দীর্ঘসূত্রিতার দিকেও আঙুল তুলেছেন তিনি। বৈঠক শেষে নিউটাউনে নির্মীয়মান ইডি অফিসের কাজ খতিয়ে দেখেছেন রাহুল।