
কলকাতা: বিধায়কের অফিসে নির্মাণ সংস্থার ভুয়ো বিল? সন্দেহ ইডি-র। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় বিধায়ক সুজিত বসুর সল্টলেকের অফিস থেকে ভেঙ্কটেশ কনস্ট্রাকশন সংস্থার প্রচুর বিল উদ্ধার করেছিল ইডি। সেই বিলের সূত্র ধরে মঙ্গলবার ওই সংস্থার ঠিকানায় তল্লাশি চালাতে যায় ইডি। বিলে উল্লেখিত ঠিকানায় দরজা ভেঙে ঢুকে মেলে সম্পূর্ণ ফাঁকা অফিস। একটি চেয়ারও নিয়ে সেখানে। যা থেকে তদন্তকারীদের সন্দেহ ভুয়ো সংস্থার নামে ভুয়ো বিল তৈরি করা হয়েছিল।
অস্তিত্বহীন এরকম সংস্থার বিল কেন বিধায়কের অফিসে তা নিয়ে উঠছে প্রশ্ন। ভুয়ো বিল তৈরি করে কালো টাকা সাদা করার অভিযোগ বিভিন্ন মামলায় আগেই সামনে এসেছে। এক্ষেত্রেও ভুয়ো বিলের মাধ্যমে কি কালো টাকা সাদা করা হয়েছে? তদন্তে ইডি।
এদিকে, বুধবারই পুর নিয়োগ দুর্নীতিতে তারাতলার ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। । সূত্রের খবর, রেডিয়েন্ট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থার অফিস থেকে উদ্ধার হয়েছে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা। ওই সংস্থার মালিক গৌতম ধন্ধানিয়ার। লেকটাউনে গৌতমের ফ্ল্যাট। সেখান থেকে তল্লাশি চালিয়ে ১০ কেজিরও বেশি সোনা উদ্ধার করেন তদন্তকারীরা। এই ব্যবসায়ী পরিবার এক মন্ত্রীর ঘনিষ্ঠ বলেও জানা যাচ্ছে। কোন মন্ত্রী তা নিয়েও চলছে চর্চা। সে কারণেই চাপানউতোর আরও তীব্র হচ্ছে রাজনৈতিক আঙিনাতেও।