Saradha Scam: সারদাকাণ্ডে সাপ্লিমেন্টারি চার্জশিটে ইস্টবেঙ্গল কর্তার নাম, রয়েছে প্রাক্তন ডিজির নামও

সুজয় পাল | Edited By: সায়নী জোয়ারদার

Aug 21, 2023 | 5:40 PM

ED: ইডির দাবি, সারদা মামলার তদন্ত এখনও চলছে। টানা এতগুলো বছরেও মামলার চূড়ান্ত কোনও মীমাংসা এখনও হয়নি।

Saradha Scam: সারদাকাণ্ডে সাপ্লিমেন্টারি চার্জশিটে ইস্টবেঙ্গল কর্তার নাম, রয়েছে প্রাক্তন ডিজির নামও
সারদা মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট।
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: আবারও সারদাকাণ্ডে তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED)। সারদাকাণ্ডে এবার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। সেখানে আটজনের নাম রয়েছে। নাম রয়েছে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার, প্রাক্তন ডিজি রজত মজুমদার, দেবেন্দ্রনাথ বিশ্বাস, সজ্জন আগরওয়ালের। উল্লেখ আছে সারদা প্রিন্টিং ও পাবলিশিং কোম্পানি-সহ আরও কয়েকটি সংস্থার নাম। সারদাকাণ্ডে এটি দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট। সোমবার বিশেষ ইডি আদালতে এটি জমা পড়ে।

ইডির দাবি, সারদা মামলার তদন্ত এখনও চলছে। টানা এতগুলো বছরেও মামলার চূড়ান্ত কোনও মীমাংসা এখনও হয়নি। এদিন চার্জশিটে যাঁদের নাম উল্লেখ রয়েছে, তাঁরা কোনও না কোনওভাবে সারদার কাছ থেকে লাভবান হয়েছে বলেই চার্জশিটে উল্লেখ রয়েছে বলে সূত্রের খবর।

Next Article