
কলকাতা: আদালতে ছিল হাই প্রোফাইল মামলা। কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বনাম পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল। ভোটকুশলী সংস্থা আইপ্যাকে কয়লা পাচার মামলার তদন্তের তল্লাশি থেকেই বিতর্কের সূত্রপাত হয়। শুক্রবার দুপুর আড়াইটার সময় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে শুনানি হওয়ার কথা থাকলেও ভিড়ের কারণে শুনানি স্থগিত হয়ে যায়। কিন্তু তার আগেই আদালতে দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ করেন ইডি-র আইনজীবী ধীরজ ত্রিবেদী।
কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেল ধীরজ ত্রিবেদী এই মামলায় ইডির হয়ে লড়ছেন। দুপুর ২টো ৩০ মিনিটে তাঁর সওয়াল করার কথা ছিল। তার আগে দুপুর দেড়টায় তাঁর ফোন আচমকা হ্যাক হয়ে যায় বলে অভিযোগ।
আদালতকক্ষে দাঁড়িয়ে ধীরজ ত্রিবেদী অভিযোগ করেন তাঁর ফোন হ্যাক করা হয়েছে। দুপুর দেড়টা নাগাদ আচমকা ফোনটা হ্যাক হয়ে যায়। কাউকে ফোন পর্যন্ত করতে পারেননি বলে অভিযোগ। হোয়াটসঅ্যাপও পুরো হ্যাক করা হয় বলে জানিয়েছেন আইনজীবী। তিনি জানান, হঠাৎ হোয়াটসঅ্যাপের লগ ইন বন্ধ হয়ে যায়, লগ ইন করলে সেটা অন্য ফোনের নম্বর চলে যায়। যাকেই ফোন করেন, সেটাই অন্যত্র চলে যাচ্ছিল। কেউ কেউ ওপার থেকে টাকা দাবি করেছেন বলেও অভিযোগ।
যদিও বিচারপতিকে এই অভিযোগের কথা বলার সময়, অপরপক্ষের আইনজীবীরা তাঁকে থামিয়ে দেন, বলেন, আগে মামলা শুরু হোক, তারপর বলবেন। পরে শুনানি শুরু হলেও তা স্থগিত হয়ে যায়। এজলাসে এত ভিড় থেকে বিচারপতি শুভ্রা ঘোষ ফাঁকা করে দিতে বলেন, কিছুটা সময়ও দেন। তারপরই ভিড় না কমায় স্থগিত হয়ে যায় শুনানি।