কলকাতা: রেশন দুর্নীতি সংক্রান্ত মামলা রাজ্য পুলিশের হাত থেকে কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দেওয়া হোক, এই মর্মে কলকাতা হাইকোর্টে আবেদন জানাল ইডি। রেশনের আটা বিলি ও চাল কেনা সংক্রান্ত রাজ্য পুলিশের দায়ের করা সব ক’টি মামলা এবার সিবিআই-কে দিয়ে তদন্ত করানো হোক, চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই নিয়ে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছে ইডি। হাইকোর্টে ইডির আবেদন, রেশন দুর্নীতিতে আটা বিলি ও চাল কেনা সংক্রান্ত রাজ্য পুলিশের দায়ের করা মামলাগুলির তদন্তভার তুলে দেওয়া হোক সিবিআই-এর হাতে।
উল্লেখ্য, রাজ্য পুলিশের হাতে এই ধরনের ছয়টি মামলা রয়েছে। সেগুলির তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়া হোক এবং নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হোক, এই মর্মে হাইকোর্টে আবেদন জানিয়েছে ইডি। হাইকোর্টে ইডির বক্তব্য, রাজ্য পুলিশের হাতে থাকা ওই ছয়টি মামলায় রাজ্য পুলিশ প্রকৃত তদন্তই করেনি। মূল ষড়যন্ত্রকারীদের বাদ রেখেই তদন্ত করা হয়েছে বলে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। তাই, এবার ওই মামলাগুলি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-কে দিয়ে তদন্ত করাতে চাইছে ইডি। শুক্রবারই হাইকোর্টে এই আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে।
ইডির তরফে মূলত অভিযোগ তোলা হয়েছে, এই রেশন দুর্নীতির সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্ব তথা মন্ত্রী জড়িত থাকার কারণে উপযুক্ত প্রমাণ থাকা সত্ত্বেও তদন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। মামলাগুলির কী অগ্রগতি হয়েছে এবং যাঁরা যুক্ত রয়েছেন অভিযোগ, সেই ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য পুলিশের ডিজিকে চিঠিও দেওয়া হয়েছিল বলে দাবি ইডির। কিন্তু কোনও উত্তর পাওয়া যায়নি বলেই জানাচ্ছে ইডি। এমন অবস্থায় ইডির তরফে দাবি করা হচ্ছে, রাজ্যের তদন্তকারী সংস্থা এই দুর্নীতির তদন্ত করতে ব্যর্থ হয়েছে। তাই তারা কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে পুনরায় ওই ছয়টি মামলার তদন্ত করাতে চাইছে।