কয়লা-কাণ্ড: প্রাক্তন জেলাশাসক ও পুলিশ কমিশনারকে তলব করল ইডি
ইসিএলের (ECL) অনুমোদনপ্রাপ্ত জমি ছাড়াও অন্যান্য জমি থেকেও কয়লা তোলা হয়েছে দিনের পর দিন। কীভাবে মিলল অনুমতি, জানতে চান তদন্তকারীরা
কলকাতা: কয়লা-কাণ্ডে তলব করা হল বাঁকুড়া প্রাক্তন জেলাশাসককে। চার জেলার জেলাশাসককে তলব করবে বলে আগেই জানিয়েছিল ইডি (ED)। এ বার প্রথম এ রকম কোনও আইএএস-কে তলব করা হল। নোটিস দেওয়া হয়েছে বাঁকুড়ার প্রাক্তন জেলাশাসক (DM) অরুণ প্রসাদকে। এ ছাড়া আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের প্রাক্তন কমিশনার লক্ষ্মীনারায়ণ মীনাকে এবং ইন্সপেক্টর পার্থ ঘোষকেও তলব করা হয়েছে। এই মামলায় আগেও তলব করা হয়েছে আইপিএস-কে।
কয়লা-কাণ্ডের সঙ্গে যোগ থাকার অভিযোগ রয়েছে এদের প্রত্যেকের বিরুদ্ধে। অভিযোগ, ইসিএলের অনুমোদনপ্রাপ্ত জমি ছাড়াও অন্যান্য জমি থেকেও মূল অভিযুক্ত লালা কয়লা তুলেছে হয়েছে দিনের পর দিন। জেলা শাসক সে কথা জানতেন কিনা, তা নিয়েই প্রশ্ন উঠছে। আর জানলে কোনও ব্যবস্থা নিয়েছিলেন কিনা, ব্যবস্থা নিলে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চাইবেন তদন্তকারী আধিকারিকর। এ ছাড়া, পুলিশ কমিশনার হওয়ায় একই অভিযোগ উঠেছে লক্ষ্মীনারায়ণ মীনার বিরুদ্ধেও। আসানসোল-দুর্গাপুর এলাকা দিয়েই মূলত এই কয়লা পাচারের কাজ হত। তাই জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকেও। অরুণ প্রসাদ ও লক্ষ্মীনারায়ণ মীনাকে যথাক্রমে ২৪ মার্চ ও ২৩ মার্চ তলব করা হয়েছে।
কয়লাকাণ্ডে সমান্তরালভাবে তদন্ত চালাচ্ছে সিবিআই ও ইডি। চলছে জোর তল্লাশি। তদন্তে নেমে একাধিক নাম হাতে উঠে আসে তদন্তকারীদের হাতে। এর মধ্যে রয়েছেন তৃণমূল নেতা বিনয় মিশ্রের নাম। যদিও এই বিনয় এখন পলাতক। তাঁর বিরুদ্ধে ওপেন ওয়ারেন্ট জারি হয়েছে।
তবে বিনয়কে নাগালে না পেলেও ইতিমধ্যেই একাধিকবার তাঁর ভাই বিকাশকে জেরা করেছে সিবিআই। তাঁকে জেরার পর পরই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় নারুলা ও অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকে নোটিস পাঠানো হয়।