AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jyotipriya Mallick: বালুর পিছু পিছু SSKM-এ এল ED-ও

Jyotipriya Mallick: বলা বাহুল্য, এই কার্ডিওলজি ব্লকের আবার তিন তলায় এক নম্বর কেবিনে ভর্তি রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। টানা তিনমাস সেখানেই রয়েছেন তিনি। জেলে কবে ফিরবেন তাও স্পষ্ট করে বলা যাচ্ছে না। ফলত, গ্রেফতার হওয়া দুই হেভিওয়েট একই হাসপাতালে ভর্তি থাকায় প্রশ্ন উঠছেই।

Jyotipriya Mallick: বালুর পিছু পিছু SSKM-এ এল ED-ও
জ্যোতিপ্রিয় মল্লিককে দেখতে গেল ইডিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 22, 2023 | 12:07 PM
Share

কলকাতা: এসএসকেএম হাসপাতালে পৌঁছলেন ইডি-র আধিকারিকরা। হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটিভ ভবনে রয়েছেন তাঁরা। সেখানে আধিকারিকদের সঙ্গে তাঁরা কথা বলছেন। মঙ্গলবার শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রেশন দুর্নীতিকারণ্ডে গ্রেফতার হওয়া রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মন্ত্রী। সূত্রের খবর, তাঁর শারীরিক অবস্থা জানার জন্যই এ দিন হাসপাতালে এসেছেন ইডি-র দুজন আধিকারিক। পাশাপাশি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া সুজয়কৃষ্ণ ভদ্রও রয়েছেন এই হাসপাতালে। ফলত, তাঁর শারীরিক অবস্থা জানার জন্যও এসএসকেএম হাসপাতালে আসতে পারেন গোয়েন্দারা। দুটি বিষয়ই হতে পারে। এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না কিছুই।

মঙ্গলবার বিকেলে শারীরিক অসুস্থতার কারণে এস‌এসকেএমের কার্ডিওলজি বিভাগে নিয়ে আসা হয় বালুকে। বিকাল সাড়ে পাঁচটা থেকে আড়াই ঘণ্টা চিকিৎসকের পর্যবেক্ষণে থাকার পর রাত আটটা নাগাদ কার্ডিওলজি ব্লকের পাঁচ নম্বর কেবিনে ভর্তি করা হয় জ্যোতিকে। তবে কার্ডিয়োলজি বিভাগে ভর্তি হলেও নিউরো মেডিসিন এবং মেডিসিন বিভাগের তত্ত্বাবধানে।

cccccccccccccccccccccccc

প্রসঙ্গত, ২২ অগাস্ট মঙ্গলবার কালীঘাটের কাকু ভর্তি হন এসএসকেএম-এ। দিনটি ছিল মঙ্গলববার। অপরদিকে, জ্যোতিপ্রিয়ও মঙ্গলবার ভর্তি হন হাসপাতালে। বুকে ব্যথা নিয়ে সূর্যাস্তের পর এসএসকেএম আসেন সুজয়। বালুর ক্ষেত্রেও তার অন্যথা হয়নি।

বস্তুত, গ্রেফতার হ‌ওয়ার পর আদালতে পেশ করার সময় জ্যোতিপ্রিয়র শারীরিক অসুস্থতার কথা আদালতের কাছে জানিয়েছিলেন তাঁর আইনজীবী।‌ তখন‌ই এস‌এসকেএমে জ্যোতিপ্রিয়র চিকিৎসায় আপত্তি জানিয়েছিল ইডি। এ দিন, তিনি কেমন রয়েছেন তা জানতেই মূলত মন্ত্রী পিছু পিছু আজ সকালেই ইডি পৌঁছল হাসপাতালে।