Digital Arrest: ফোন তুললেই ‘গ্রেফতার’, জরিমানা দিতে হবে লক্ষ লক্ষ টাকা! দুই মাস্টারমাইন্ডের বিরুদ্ধে প্রতারণা তদন্তে ইডি

Digital Arrest: গোটা দেশ জুড়ে 'ডিজিটাল অ্যারেস্টের' ভয় দেখিয়ে কত কোটি টাকা হাতিয়েছে তারা, তা জানতেই আদালতে পেশ করার পর এই দুই অভিযুক্তকে তাদের হেফাজতে নেওয়ারও আর্জি জানাবে ইডি।

Digital Arrest: ফোন তুললেই গ্রেফতার, জরিমানা দিতে হবে লক্ষ লক্ষ টাকা! দুই মাস্টারমাইন্ডের বিরুদ্ধে প্রতারণা তদন্তে ইডি
গ্রেফতার হওয়া চিরাগ কাপুরImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Apr 04, 2025 | 11:49 AM

কলকাতা: ‘ঘণ্টা খানেকের মধ্যেই আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করা হবে।’, ফোন তুলতেই এমন কথা, তারপর জরিমানার অছিলায় ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়া হল লক্ষ লক্ষ টাকা। মাস কয়েক ধরেই রাজ্য তথা দেশজুড়ে পাতা হয়েছিল এই নতুন কায়দার প্রতারণার জাল। ইতিমধ্যে এই ‘ডিজিটাল অ্যারেস্টের’ হুমকি পেয়ে লক্ষ লক্ষ টাকা হারিয়েছেন বহু মানুষ।

অবশেষে এই প্রতারণা চক্রের দুই মাস্টারমাইন্ডকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। গত মাসেই এই চক্রের দুই মাস্টারমাইন্ড চিরাগ কাপুর ও তার সহযোগী যোগেশ দুয়াকে গ্রেফতার করে তারা। আজ অর্থাৎ শুক্রবার দুই অভিযুক্তকে পেশ করা হবে বিচারভবনের পিএমএলএ আদালতে। জানা গিয়েছে, তার আগেই দুই জনকেই কলকাতা পুলিশের হাত থেকে টেনে নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টর।

গোটা দেশ জুড়ে ‘ডিজিটাল অ্যারেস্টের’ ভয় দেখিয়ে কত কোটি টাকা হাতিয়েছে তারা, তা জানতেই আদালতে পেশ করার পর এই দুই অভিযুক্তকে তাদের হেফাজতে নেওয়ারও আর্জি জানাবে ইডি। পাশাপাশি, দেশজুড়ে এই ডিজিটাল অ্যারেস্ট প্রতারণার কূল কিনারা খুঁজে বের করতেও তদন্তে নামতে চলেছে তারা।

জানা গিয়েছে, সারা দেশে সাইবার ফাঁদ পেতে এখনও পর্যন্ত ১৮০ কোটি টাকার প্রতারণা করেছে এই দুই অভিযুক্ত। তদন্তকারীদের অনুমান, এই টাকার পরিমাণ কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি। যে তথ্য উঠে আসছে তার থেকেও বড় অঙ্কের প্রতারণা চালিয়েছে তারা। তদন্তকারীদের তরফে জানা গিয়েছে, গোটা দেশজুড়ে মূল চক্রী চিরাগের বিরুদ্ধে মোট ৯৩০টি প্রতারণার মামলা রুজু হয়েছে। সেই মামলাগুলিরও তদন্তভার নিজেদের কাঁধেই নিতে চায় ইডি।