SSC Scam: বাংলায় পা দিয়েই ইডি অফিসে পার্থর জামাই

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Sep 26, 2022 | 11:19 PM

ED Probe in SSC Scam: সূত্রের খবর, এসএসসি কাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার দুপুর আড়াইটে নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে ডেকে পাঠানো হয়েছে তাঁকে।

SSC Scam: বাংলায় পা দিয়েই ইডি অফিসে পার্থর জামাই
পার্থর জামাইকে ইডির জিজ্ঞাসাবাদ

Follow Us

কলকাতা: নিয়োগ কেলেঙ্কারির (SSC Scam) অভিযোগের শিকড় খুঁড়ে বের করতে তৎপর কেন্দ্রীয় গোয়েন্দারা। দুই কেন্দ্রীয় সংস্থা – ইডি ও সিবিআই (ED and CBI) তেড়েফুঁড়ে তদন্ত চালাচ্ছে। ইডির হাতে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির পর সিবিআই-ও বেশ কয়েকজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। এরই মধ্যে এবার ইডি অফিসে ডেকে পাঠানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যকে। সূত্রের খবর, এসএসসি কাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার দুপুর আড়াইটে নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে পৌঁছান তিনি।

উল্লেখ্য, এর আগেও দুই বার পার্থর জামাই কল্যাণময়কে তলব করেছিল ইডি। কিন্তু তিনি সেই সময় ইডি অফিসে যাননি। সূত্রের খবর, তিনি দেশের বাইরে ছিলেন। পরশু রাতেই রাজ্যে ফিরেছেন। এরপর সোমবার ১২ টা নাগাদ সিজিও কমপ্লেক্সের ভিতরে ঢোকেন তিনি। জানা গিয়েছে, এর আগে ২৩ অগস্ট একবার নোটিস তৈরি করা হয়েছিল। সেই অনুযায়ী ১ সেপ্টেম্বর হাজিরার দিন ছিল। কিন্তু ওই নোটিস ডেলিভার হয়নি। পরে দ্বিতীয় নোটিস পাঠানো হয়েছিল ২ সেপ্টেম্বর। দ্বিতীয় সেই নোটিস অনুযায়ী ৮ সেপ্টেম্বর হাজিরার দিন ছিল। কিন্তু সেই বারও তিনি আসেননি।

প্রসঙ্গত, এসএসসি কাণ্ডের তদন্তে নামার পর সম্প্রতি আদালতে চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই চার্জশিটে নাম রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যর, যা স্বাভাবিকভাবেই খানিক অস্বস্তি বাড়িয়েছে তাঁর জন্য। এরপর সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে গোয়েন্দাদের চোখা চোখা প্রশ্নের মুখোমুখি কল্যাণময়।

কেন্দ্রীয় গোয়েন্দারা তদন্তে ইতিমধ্যেই পিংলাতে একটি অভিজাত মানের স্কুলের খোঁজ পেয়েছেন। ওই স্কুলটি রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামে। তদন্ত প্রক্রিয়া যত এগিয়েছে ততই নতুন নতুন তথ্য হাতে এসেছে ইডির। সূত্রের খবর, ওই অভিজাত মানের স্কুলটির চেয়ারম্যানের পদে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। এবার পার্থ বাবুর জামাই কল্যাণময় ভট্টাচার্য রাজ্যে পা রাখতেই তাঁকে ছুটতে হল ইডির অফিসে।

Next Article