Shantanu Banerjee: টানা ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ED দফতর থেকে বেরলেন তৃণমূল নেতা শান্তনু

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 27, 2023 | 10:29 PM

Shantanu Banerjee: কুন্তলের ফ্ল্যাটের পাশাপাশি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল ইডি।

Shantanu Banerjee: টানা ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ED দফতর থেকে বেরলেন তৃণমূল নেতা শান্তনু
শান্তনু বন্দ্যোপাধ্যায়

Follow Us

কলকাতা: বৃহস্পতিবারের পর শুক্রবার ফের জিজ্ঞাসাবাদ। টানা ৭ ঘণ্টা ধরে ইডি দফতরে জিজ্ঞাসাবাদ চলল শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। একদিকে যখন ইডি হেফাজতে রয়েছেন কুন্তল ঘোষ, তখন শান্তনুর এই জিজ্ঞাসাবাদ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, কুন্তলের সঙ্গে শান্তনুর যোগ ছিল কি না, সেটাই খুঁজে বের করার চেষ্টা হচ্ছে। নিয়োগের নামে যে টাকা কুন্তল নিয়েছিলেন বলে অভিযোগ, সেই টাকা শান্তনুর কাছে গিয়েছিল কি না, সেটাও জানার চেষ্টা চলছে। তাপস মণ্ডলের মুখেও শান্তনুর নাম শোনা গিয়েছে। তাই দফায় দফায় প্রশ্ন করছেন গোয়েন্দা অফিসারেরা।

এই যুবনেতা জিরাট কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্ব পান প্রথমে। পরে ব্লকের পাশাপাশি জেলাতেও তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিলেন দীর্ঘদিন। এরপর যুব সংগঠনের জেলা সভাপতিরও দায়িত্বে ছিলেন কিছুদিন। তারপর রাজ্য যুব তৃণমূলের সহ সভাপতির দায়িত্বও পেয়েছিলেন। হুগলি জেলার পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন জায়গায় যুব তৃণমূলের দায়িত্বও দেওয়া হয়েছিল তাঁকে।

গত শুক্রবার এই শান্তনুর বাড়িতে তল্লাশি চালিয়ে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক নথি উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। তারপরেই আয়কর রিটার্ন এবং তাঁর বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি তলব করা হয়েছে। গত বুধবার প্রায় ১২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। কুন্তল ও তাপসের মুখোমুখি তাঁকে বসানো হয়েথিল বলেও সূত্রের খবর।

Next Article