
কলকাতা: হেফাজতে পায়নি ইডি। কিন্তু, রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে ২ দিন জিজ্ঞাসাবাদ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অনুমতি দিয়েছে বিশেষ ইডি আদালত। সেইমতো বৃহস্পতিবারের পর শুক্রবারও সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডি অফিসে উপস্থিত হন রাজ্যের কারামন্ত্রী। তাঁকে এদিনও ঘণ্টা ছয়েক জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ শেষে কার্যত খোশমেজাজে দেখা গেল রাজ্যের মন্ত্রীকে। তিনি বললেন, তদন্তে ইডি-কে সাহায্য করবেন। তাঁকে আর ডাকা হয়নি বলে জানালেন।
এদিন ইডি অফিস থেকে বেরিয়ে চন্দ্রনাথ বলেন, “আপাতত আর ডাকেনি। আমাকে যা প্রশ্ন করেছিলেন, তার যথাযথ উত্তর দিয়েছি। কিছু নথি চেয়েছেন। আমি বলেছি, কালীপুজোর পর পাঠিয়ে দেব। তাঁরা মেনে নিয়েছেন। আমি বলেছি, আপনি যখন খুশি ডাকবেন, কিন্তু সাত দিন সময় দেবেন, আমি চলে আসব। তারা বলছে, ডাকলে সময় দেব। সময় দিয়ে ডাকলে চলে আসব।”
প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় এদিন কলকাতা হাইকোর্ট প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে শর্তাধীন জামিন দিয়েছে। মাস খানেক পর জেল থেকে ছাড়া পেতে পারেন তিনি। এই নিয়ে প্রশ্নের জবাবে চন্দ্রনাথ বলেন, “জামিন হয়েছে। আশা করি খুব শিগগিরই ছাড়া পাবে। মা দুর্গা আসছে। অশুভ শক্তিকে ধ্বংস করে আসল জিনিসকে নিয়ে আসছে। এবার আস্তে আস্তে অনেক কিছুরই পরিবর্তন হবে।”
প্রসঙ্গত, রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথকে ৭ দিনের হেফাজতে চেয়ে বিশেষ ইডি আদালতে আবেদন জানিয়েছিল ইডি। কিন্তু, চন্দ্রনাথের জামিন বহাল রাখে আদালত। তবে জানায় ২৫ ও ২৬ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজ্যের কারামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন ইডি আধিকারিকরা। তবে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না।