ED Raid: ২৭টি ব্যাঙ্ককে ঠকিয়ে ৬ হাজার ২০০ কোটি টাকা ‘হাতিয়েছিলেন’, গ্রেফতার ‘তাবড়’ ব্যবসায়ী
ED Raid: কেন্দ্রীয় এজেন্সি সূত্রে জানা গিয়েছে, স্টেট ব্যাংক-সহ ২৭টি ব্যাঙ্ক ও আর্থিক সংস্থাকে ঠকিয়েছেন এই ব্যবসায়ী। তেমনটাই দাবি করছে কেন্দ্রীয় এজেন্সি। প্রায় ৬ হাজার ২০০ কোটি টাকা ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে।
কলকাতা: কোটি-কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ। গ্রেফতার এক ব্যবসায়ী। মঙ্গলবার প্রতারণার অভিযোগে আট জায়গায় তল্লাশি চালায় ইডি। তারপর তাঁকে গ্রেফতার করা হয়েছে। ইডি সূত্রে খবর, মঙ্গলবার প্রায় আট জায়গায় ম্যারাথন অভিযান চালান ইডি আধিকারিকরা। ব্যাঙ্কের আর্থিক প্রতারণা মামলায় রাজ্যজুড়ে চলে ইডির হানা। আর্থিক প্রতারণায় নাম জড়ায় একাধিক ব্যবসায়ীর। তার মধ্যেই অন্যতম এই ব্যবসায়ী।
কেন্দ্রীয় এজেন্সি সূত্রে জানা গিয়েছে, স্টেট ব্যাংক-সহ ২৭টি ব্যাঙ্ক ও আর্থিক সংস্থাকে ঠকিয়েছেন এই ব্যবসায়ী। তেমনটাই দাবি করছে কেন্দ্রীয় এজেন্সি। প্রায় ৬ হাজার ২০০ কোটি টাকা ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে। ধৃতকে বুধবার ইডি আদালতে পেশ করা হবে। বস্তুত, এই ব্যবসায়ীর সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করেছে সিবিআইও। এই কেন্দ্রীয় সংস্থার ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখাতেও মামলা রয়েছে সংস্থার বিরুদ্ধে।
জানা যাচ্ছে, এই ব্যবসায়ী বর্তমানে একাধিক কোম্পানির ডিরেক্টর ও অ্যাডিশনাল ডিরেক্টর পদে রয়েছেন। বিপুল পরিমাণে টাকা ব্যাঙ্ক থেকে নিয়ে সেই ব্যাঙ্কের সঙ্গে প্রতারণা করার অভিযোগ রয়েছে তাঁর নামে। ইডির আধিকারিকদের অনুমান, বিপুল পরিমাণে টাকা বিদেশে পাচার হয়ে থাকতে পারে। এই টাকা দিয়ে অভিযুক্ত কী করতেন, কোথায় এই টাকা বিনিয়োগ হয়েছিল সবটাই খতিয়ে দেখতে চাইছেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা।