ED Raid: কয়েকশো কোটি টাকার ‘প্রতারণা’, শহরে চলছে ইডি তল্লাশি

ED Raid: মঙ্গলবার সকালে ইডি আধিকারিকরা পৌঁছে যান নিউ আলিপুরের সাহাপুর কলোনিতে। সেখানেরই একটি আবাসনে থাকেন প্রয়াগের অন্যতম দুই ডিরেক্টর বাসুদেব বাগচী ও অভীক বাগচী। ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি হাতে পেতে চাইছেন তদন্তকারীরা।

ED Raid: কয়েকশো কোটি টাকার প্রতারণা, শহরে চলছে ইডি তল্লাশি
শহরে ইডি-র তল্লাশি Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 26, 2024 | 11:09 AM

কলকাতা: কয়েকশো কোটি টাকার প্রতারণার অভিযোগ। চিটফান্ড কেলেঙ্কারিতে মঙ্গলবার সকাল থেকে কলকাতা ও ভিন রাজ্যে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। প্রয়াগের ডিরেক্টর অভীক বাগচীর নিউ আলিপুরের বাড়িতে তল্লাশি চালান তদন্তকারীরা। বাসুদেব বাগচী নামে আরেক ডিরেক্টরের ঘনিষ্ঠের বেহালার বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন তাঁরা। তল্লাশি চলছে জোকার একটি রিসর্টেও।

মঙ্গলবার সকালে ইডি আধিকারিকরা পৌঁছে যান নিউ আলিপুরের সাহাপুর কলোনিতে। সেখানেরই একটি আবাসনে থাকেন প্রয়াগের অন্যতম দুই ডিরেক্টর বাসুদেব বাগচী ও অভীক বাগচী। ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি হাতে পেতে চাইছেন তদন্তকারীরা। ফ্ল্যাটের পাশাপাশি একটি রিসর্টেও তল্লাশি চালান তদন্তকারীরা।
জোকায় ডায়মন্ড হারবার রোডের পাশে একটি ঠিকানায় তল্লাশি চলছে বলে খবর। এছাড়াও ২টি ঠিকানায় তল্লাশি চালছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, আর্থিক কেলেঙ্কারির অভিযোগে ২০১৭ সালে  ১৫ মার্চ প্রয়াগ গোষ্ঠীর কর্ণধার বাসুদেব বাগচি ও তাঁর ছেলে অভীক বাগচিকে গ্রেফতার করে সিবিআই। পরে আর্থিক কেলেঙ্কারিতে ইডি তদন্তভার হাতে নেয়।